মাগল-বর্ন জাদুকরেরা এগারো বছর বয়সে পা রাখলে তাদের জাদু স্কুলে ভর্তির চিঠি পাঠানো হয় একজন মানুষের মাধ্যমে। কোনো পেঁচার মাধ্যমে নয়। এর কারণ একটাই, সে লোকটা যাতে মাগল-বর্ন জাদুকরের অভিভাবককে সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে আসতে পারে। নইলে জাদু স্কুলের কথা শুনলে যে-কোনো মাগল অভিভাবকই হকচকায়ে উঠার পাশাপাশি, তা হেসে উড়িয়ে দিতে পারেন। এছাড়াও সে পিয়ন তাদেরকে অবহিত করে আসে, কোথায় স্কুলের যাবতীয় সরঞ্জাম পাওয়া যাবে এবং কীভাবে সেখানে যেতে হবে।