ইউরো-জয়ের দৌড়ে যারা: সাউথগেটের ইংল্যান্ড
আন্তর্জাতিক টুর্নামেন্টে বরাবর ব্যর্থ হলেও এবারের ইউরোতে শক্তিমত্তার বিচারে তাদের ফেবারিট হিসেবেই ধরা যায়।আসন্ন ইউরোর তাদের দলে বেশ ভালো কিছু তরুণ খেলোয়াড় রয়েছে, যারা বেশ প্রমিজিং। তরুণদের উপর ভরসা রেখে বলা যায়, এইবারের ইউরোতে ইংল্যান্ড যেকোনো দলের জন্য আতঙ্কস্বরূপ!