জাসদের উত্থান পতন: স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতি
একেবারে নিরপেক্ষ না হলেও, একেবারে পক্ষপাতদুষ্ট এমন তকমা এই বইয়ের জন্য ব্যবহার করা যাবে না। সিরাজুল আলম খানকে পুরো বইয়ে আমরা নায়ক হিসেবে দেখতে পাই৷ বড় একটা অস্থির সময় ২৮৮ পৃষ্ঠার সীমানায় আনতে গিয়ে লেখক কিছুটা তাড়াহুড়ো করেছেন বলে মনে হয়েছে। বইটিতে প্রচুর তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে। লেখক বইটি লিখতে যথেষ্ট পরিশ্রম করেছেন, তা স্পষ্ট। বইটি ২০১৪ সালে প্রথমা প্রকাশনী হতে প্রকাশিত হওয়ার পরেই ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়৷