মোস্তফা কামালের তুরস্কে ইসলাম ও সেক্যুলারিজম
খিলাফতের বিলুপ্তির মাধ্যমে আধুনিক তুরস্কের দিকে যাত্রা শুরু করে মোস্তফা কামালের তুরস্ক। রাষ্ট্রীয় কাঠামো মুক্ত হওয়া শুরু করে ধর্মীয় প্রভাব থেকে। দীর্ঘ সময় ধর্মীয় রাষ্ট্র হিসেবে পরিচিতি ছিল তুরস্কের, মোস্তফা কামাল সেই পরিচয় থেকে বের করে আধুনিক জাতিরাষ্ট্রের গঠন শুরু করেন তুরস্কে। রাষ্ট্রের অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে গৃহীত হয় সেক্যুলারিজম।জাতিগঠনের প্রক্রিয়ায় মোস্তফা কামালের সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি সংস্কার ছিলো, খিলাফাতের বিলুপ্তি করে তুরস্ককে একটি সেক্যুলার দেশ হিসেবে গড়ে তোলা।