অ্যাপোলো-১৩ চন্দ্রাভিযান : দুর্ঘটনা মোকাবেলার গল্প (পর্ব ১)
সাউলিয়েটিস ও তার অন্য সঙ্গীরা মনে করেছিলেন স্ক্রিনে দেখানো সাদা চাকতিটি তাদের টেলিভিশন সেটের ত্রুটির কারণে হচ্ছে। স্ক্রিনে তীব্র ঝাঁকুনি ও বিশ্রী শব্দ হচ্ছিল। তাই তারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন এবং পরের দিন সকাল পর্যন্ত এটা নিয়ে আর কিছু ভাবেননি। তারাই একমাত্র ব্যক্তিবর্গ নন যারা এই ভয়াবহ পরিস্থিতি ওই মুহূর্তে উপলব্ধি করতে পারেননি।