প্রবালকথন: সাগরের অতলে অনুপ রতন
সাগরের সুগভীর নীল জল কে না ভালোবাসে? স্বচ্ছ নীলরঙা পানি যখন দূর দিগন্তে আকাশের নীলে মেশে, তা যে কারো মন জুড়িয়ে দিতে বাধ্য। সৌন্দর্য্য শুধু সাগরের উপরিভাগেই সীমাবদ্ধ নেই, লোনা পানির এই জগতের গভীরেও অবারিত দ্বার মেলে বসে আছে সৌন্দর্য্য- যার এক অত্যাবশ্যকীয় অংশ প্রবাল তথা প্রবালপ্রাচীর। প্রবালপ্রাচীর ও একে ঘিরে থাকা নানান প্রজাতির মাছ ও জলজ প্রাণী সম্পর্কে কমবেশি সকলেই অবহিত। প্রবালঘেরা রহস্যময় জগতে কী আছে, আর কী করেই বা তৈরি হয় সুবিশাল প্রাচীর? কী করে গড়ে ওঠে সাগরতলের ঐ অদ্ভুত মায়াবী জগত?- সেসবের উত্তর নিয়েই সাজানো এই লেখনীটি।