সেনাশাসিত মিয়ানমারে অং সান সু চির রাজনৈতিক ভবিষ্যৎ
নিজের ক্ষমতাকে সংহত করতে গিয়ে সামরিক বাহিনীর মতো সু চিও ঝুঁকে যাচ্ছিলেন একনায়কতন্ত্রের দিকে। একটা দীর্ঘ সময় সু চি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে। আশির দশকের শেষদিকে রাজনীতি প্রবেশ করা অং সান সু চি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়া বিকাশের অবিচ্ছেদ্য অংশ।