সম্প্রতি বিশ্বজুড়ে সাড়াজাগানো এআই টুল চ্যাটজিপিটির নাম শোনেনি এমন মানুষ বোধকরি খুঁজে পাওয়া যাবে না। কেননা, আলোড়ন সৃষ্টিকারী এই টুল বিশেষজ্ঞদেরও করেছে অভিভূত। তাদের অনেকেরই এখন ধারণা- কিছুদিন পর যেকোনো কাজে গুগলের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এটি।
এখন প্রশ্ন হচ্ছে, এজাতীয় এআই টুলস আরও আছে কি? উত্তর হচ্ছে, হ্যাঁ। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপিং, স্টোরি রাইটিং, ভিডিও এডিটিং, রিসার্চ পেপার ফরম্যাটিং ইত্যাদিসহ আরও সহস্রাধিক কাজের জন্য ৫০ ক্যাটাগরির অধীনে এখন পর্যন্ত প্রায় ১,২০০ এআই টুলস তৈরি হয়েছে।
উদগ্রীব মস্তিষ্কে পুনরায় একঝাঁক প্রশ্নের ঘুরপাক- এসব এআই টুলস একত্রে পাবো কোথায়? কিংবা, কাজের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে আলাদাভাবে মনে রাখারই বা উপায় কী?
উত্তর- খুবই সহজ। প্রতিনিয়ত তৈরি হওয়া এসব এআই টুলস একক স্থানে জড়ো করতে মাদার সফটওয়্যার হিসেবে সামনে এসেছে ফিউচারপিডিয়া। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন পছন্দের টুলসটি। তাহলে আর দেরি কেন? চলুন ঘুরে আসি ফিউচারপিডিয়ার রঙিন দুনিয়ায়।
ফিউচারপিডিয়া; কোনোরূপ লগইন ছাড়াই প্রবেশ করতে পারবেন এখানে। প্রবেশের পরই সামনে আসবে দারুণ এক ইন্টারফেস। দেখতে পাবেন প্রতিদিনকার নতুন সংযোজিত টুলসগুলোর তালিকা। এ ছাড়াও পাবেন ফিল্টার নামক একটি অপশন। সেখানে দেওয়া আছে প্রাইসিং ও ফিচার লিস্ট।
প্রাইসিংয়ে রয়েছে একদম ফ্রি, সাময়িকভাবে ফ্রি ও প্রিমিয়াম সব টুলস। আর ফিচার লিস্টে রয়েছে মোবাইল এপ্লিকেশন, ব্রাউজার এক্সটেনশন, ওপেন সোর্স ও ডিসকর্ড ইত্যাদি। ক্রমানুসারে খুঁজতে ডানে সর্ট বাই এর অধীনে রয়েছে ভেরিফাইড, নিউ ও পপুলার তিনটি অপশন।
প্রাথমিক ধারণা তো পাওয়া গেলো, তাই না? চলুন এবার ব্যতিক্রমধর্মী দারুণ পাঁচটি টুলস, তাদের কাজ ও ব্যবহার পদ্ধতিও জেনে আসা যাক।
প্লেগ্রাউন্ড এআই
ফিউচারপিডিয়ায় মিডজার্নি কিংবা নাইটক্যাফে স্টুডিওর মতোই রয়েছে প্রায় অর্ধ শতাধিক দৃষ্টিনন্দন ছবি তৈরির টুলস। যার মধ্যে অন্যতম একটি প্লেগ্রাউন্ড এআই। এই এআই টুলস আপনার কল্পনাকে ফুটিয়ে তুলবে শৈল্পিক চিত্রকর্মে। প্রদান করবে নান্দনিক সৌন্দর্য।
টুলসে প্রবেশের পর ব্যবহারকারীকে লগইন করে নিতে হবে। এতে সেখানে তৈরি হবে নিজস্ব একটি একাউন্ট। লগইন এর পর সরাসরি নিয়ে যাবে মূল স্থানে। বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে তৈরি হওয়া অনেকগুলো নান্দনিক ছবি দেখতে পাবেন সেখানে। ক্রিয়েট অপশনের মাধ্যমে নিজেও তৈরি করতে পারবেন পছন্দের ছবি। এর জন্য খুঁজে নিতে হবে অপশনটি। চলে যাবেন সেখানে, দেবেন প্রয়োজনীয় কমান্ড। দু’পাশ থেকে আপনার নতুন ছবির মডেল, সাইজ, কোয়ালিটি, এমনকি পছন্দের কালিও ঠিক করে নিতে পারবেন।
প্রোডাক্ট বট
কোনো কিছু কিনতে চাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না ভালো পণ্যটি বেছে নিবেন কীভাবে? আপনার সামর্থ্য, পছন্দ ও গুণগত মান বিবেচনায় রেখে সঠিক পণ্যটি নির্বাচন করতে সাহায্য করবে প্রোডাক্টবট এআই। দারুণ এই চ্যাটবট আপনার সাথে কথা বলবে, সহযোগিতা করবে আপনার কেনাকাটায়।
টুলটি ব্যবহারের জন্য লগইনের প্রয়োজন নেই। সোজা চলে যাবেন এর ইন্টারফেসে। সেখানে দেখতে পাবেন সেট প্রোডাক্ট নামক একটি অপশন। কোন পণ্যটি কিনতে চাচ্ছেন লিখবেন সেখানে। নিচে পাবেন একটি চ্যাটবক্সও। চাইলে লিখতে পারেন সেখানেও। লেখার পর পরই আপনাকে চমকপ্রদ ভাষায় রিপ্লাই দেবে এই চ্যাটবট। কথোপকথনের মাধ্যমে জানতে চাইবে আপনার প্রয়োজনীয়তা। পাশে রেকমেন্ড করবে কিছু অনুরূপ পণ্য। তবে, আপনার পুরো পছন্দ ও সামর্থ্যের উপর নির্ভর করে পরিশেষে সাজেস্ট করবে সেই কাঙ্ক্ষিত পণ্য, যা কেনার জন্য আপনার এতদিনের লালিত স্বপ্ন, অধীর আগ্রহ।
নোশন এআই
ডকুমেন্টেশনে চ্যাট জিপিটির পাশাপাশি রয়েছে আরও শতাধিক টুল ও চ্যাটবট। এদের কাজেও রয়েছে বৈচিত্র্য। এই ধরুন না মার্লিন ও নোশন এআই এর কথা। শব্দ সংক্ষেপণ, এক্সেলের কঠিন ফর্মুলাকে সহজ কোডের মাধ্যমে দ্রুত সমাধান, প্রফেশনাল ইমেইলের চমকপ্রদ রিপ্লাই, কোডিংয়ের জটিল সব সমস্যার সমাধান, এমনকি বাচ্চাদের অদ্ভুত কিন্তু রহস্যময় সব প্রশ্নের উত্তর প্রদান করতেও প্রস্তুত তারা।
নোশন এআই ব্যবহারের পূর্বে লগইন করে নিতে হবে। আপনি চাইলে ‘ট্রাই ইট ফ্রি’তেও চালাতে পারেন কাজ। লগইনের পর ব্যবহারের জন্য তারা জানতে চাইবে কিছু প্রাতিষ্ঠানিক বিষয়। অতঃপর তৈরি হবে নিজস্ব ওয়ার্কস্পেইস। চাইলে সেখানে আপনার টিম-মেটদেরও যুক্ত করে করতে পারবেন।
ওবট হেলথ
মানবজীবনে শারীরিক ও মানসিক সুস্থতার রয়েছে বিশেষ গুরুত্ব, রয়েছে আলাদা কদর। আপনার মানসিক চাপ, শারীরিক অসুস্থতা কিংবা মন খারাপের দিনগুলোতে পরামর্শ করুন এই এআই টুলসের সাথে। চ্যাট করুন কিংবা কথা বলুন প্রাণবন্ত স্বরে। সে আপনাকে দেবে অবাক করা কার্যকর সলিউশন।
টুলটি ব্যবহারের জন্য ইন্টারফেসে প্রবেশের পরই উপরে দেখা মিলবে ছয়টি অপশন। সেখানে পাবেন ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য দুটি ভিন্নধর্মী অপশন। বিষণ্নতা, একাকিত্ব, হতাশা ও কাজের চাপ ইত্যাদি কাটিয়ে উঠে কীভাবে আত্মপ্রত্যয়ী হওয়া যায়, কাজে স্বচ্ছতা আনা যায়, পরিবর্তন ঘটানো যায় নিজস্ব চিন্তা-চেতনায়, এসব বিষয় নিয়ে গঠনমূলক পরামর্শ প্রদান করবে এই চ্যাটবট।
ইন্টেরিয়র এআই
পরিপাটি, সাজানো-গোছানো ও মনোরম একটি রুম কার না পছন্দ বলুন। তবে, চিন্তা কী? রুম সাজাতেও চলে এসেছে ইন্টেরিয়র এআই ও এআই রুম প্ল্যানারের মতো চমৎকার টুল। বাসার বর্তমান ইন্টেরিয়রের ছবি তুলে আপলোড করুন, রুমের আকার-আয়তন বলুন, ব্যস। ইন্টেরিয়র এআই আপনাকে দেবে অনন্য কিছু রুম ডিজাইনিং আইডিয়া।
টুলটি ব্যবহারের জন্য লগইন করা আবশ্যক। অতঃপর, কনফার্ম করে নিতে হবে নিজের ইমেইলটিও। ইমেইল কনফার্মেশনের পর তারা আপনাকে দেবে ইন্টেরিয়র ডিজাইন করে নেওয়ার পাঁচটি ফ্রি সুবিধা। তবে, এর চেয়ে বেশি করতে চাইলে পরিশোধ করতে হবে নির্ধারিত মূল্য।
প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এসব এআই টুল। পরিবর্তিত হচ্ছে এদের ভেতরকার ফিচারও। অতএব, লেখার সাথে কোনো কিছুর পার্থক্য পেলে চিন্তা নেই। সবকিছুকে ব্যবহারকারীর নিকট সহজ-সরল, সুন্দর ও প্রাণবন্ত করে উপস্থাপন করাই এআই-এর একমাত্র উদ্দেশ্য।