মহাবিশ্বের ৫ – ২০% তারা আকৃতি, তাপমাত্রা আর উজ্জ্বলতার বিচারে আমাদের সূর্যের মতো। সে হিসেবে আমাদের মহাবিশ্বে সূর্যের মতো নক্ষত্র আছে প্রায় ৫০০ বিলিয়ন বিলিয়ন। আবার প্রতিটি সূর্যের চারপাশে পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাব্যতা ২২%। অর্থাৎ এ মহাবিশ্বে প্রায় ১০০ বিলিয়ন বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ আছে। অর্থাৎ পৃথিবীর প্রতিটি বালুকণার বিপরীতে আছে ১০০টি করে পৃথিবী।