নিকো কোভাচ: হেইঙ্কেস পরবর্তী যুগে বাভারিয়ানদের নতুন কোচ

এলিয়েঞ্জ এরেনায় অবস্থিত টিমের জাদুঘরে ঢুকলেই দেখা যাবে শোকেসে একে একে সাজানো ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। নিচে রয়েছে ২৭টি শিল্ড, যা লিগ জয়ের স্মারক। এছাড়া আছে আরো ৩৬টি শিরোপা। দেয়ালজুড়ে কিংবদন্তি জার্ড মুলার, বেকেনবাওয়ারদের ছবি আর ঐতিহাসিক মুহূর্তের পোস্টার।

বলছি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কথা। ইউরোপের কুলীন প্রতিযোগিতায় বায়ার্ন একটি অপ্রতিরোধ্য ক্লাবই বটে। তবে ট্রেবলজয়ী এই ক্লাবটি খাবি খাচ্ছিল ঘরোয়া লিগ এবং চ্যাম্পিয়নস লিগ উভয় জায়গাতেই। তা-ও আবার স্বনামধন্য কোচ কার্লো আনচেলোত্তির অধীনে।

পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে আনচেলত্তির নাম ঘোষণা করা হয় ২০১৫ সালের ২০ ডিসেম্বর। মূলত চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায় তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ কার্লোকে দায়িত্বে আনা হয়। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কার্লো। যদিও তার সময়ে ৬০টি ম্যাচ খেলে ৪৩টি জয় ছিলো বাভারিয়ানদের। কিন্তু লিগে ভরাডুবি আর চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ হারায় টনক নড়ে বায়ার্ন কতৃপক্ষের। কার্লোকে বরখাস্ত করা হলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাকি মৌসুমের জন্য দায়িত্ব নেন এই বায়ার্নকেই ট্রেবল জেতানো সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেস। এরই মধ্যে হেইঙ্কেসের উত্তরসূরি হিসেবে বর্তমান ফ্রাঙ্কফুট কোচ ও সাবেক বায়ার্ন খেলোয়াড় নিকো কোভাচের নাম ঘোষণা করা হয়। মোটামুটি অখ্যাত কোচের নাম শুনে ভ্রু কুঁচকেছিলেন অনেক ফুটবলবোদ্ধারা। অনেকের মতে, নিকো কোভাচ বায়ার্নের সত্যিকারের পথপ্রদর্শকের জায়গা নিতে প্রস্তুত নন। আসলেই কি তাই ?

বায়ার্নের নতুন কোচ নিকো কোভাচ; Source: Youtube

চলুন দেখে আসা যাক এই কোচের কোচিং ক্যারিয়ার, ট্যাকটিকস ও বায়ার্ন নিয়ে তার সম্ভাব্য পরিকল্পনা।

কোচিং ক্যারিয়ারে এতটা অভিজ্ঞও বলা যাবে না নিকো কোভাচকে। প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়ে। পরে দায়িত্ব পান ক্রোয়েশিয়া জাতীয় দলের। কোচিং ক্যারিয়ারে বড় টুর্নামেন্ট বলতে ক্রোয়েশিয়াকে নিয়ে ২০১৪ বিশ্বকাপের মূলপর্বে খেলা। যদিও তার অধীনে ক্রোয়েশিয়া সেবার প্রথম রাউন্ডের বাধাই পার হতে পারেননি। বিশ্বকাপ শেষে ক্রোয়েশিয়া টিম থেকে বরখাস্ত হন সাবেক এই বায়ার্ন খেলোয়াড়। পরবর্তীতে ৮ মার্চ, ২০১৬ ফ্রাঙ্কফুর্টের দায়িত্ব পান নিকো কোভাচ। প্রথম সিজনেই রেলিগেশনে পড়ার হাত থেকে বাঁচান বুন্দেসলিগার এই ক্লাবটিকে।

ফ্রাঙ্কফুর্টের ডাগ আউটে নিকো কোভাচ; Source: Goal.com

ফ্রাঙ্কফুর্ট অধ্যায়

পরের মৌসুমে ফ্রাঙ্কফুর্টকে গুছিয়ে আনেন এই ক্রোয়েশিয়ান কোচ। ২০১৬-১৭ সিজন শেষে পয়েন্ট টেবিলে ১১ নম্বর স্থানটি দখল করে ফ্রাঙ্কফুর্ট। তবে সবচেয়ে বড় সাফল্য ছিল ডিএফবি পোকাল ফাইনাল খেলা। ২০০৬ সালের পর এটিই ফ্রাঙ্কফুর্টের প্রথম ফাইনাল। যদিও ম্যাচটি তারা বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরে যায়। তবে এই সিজনে ফ্রাঙ্কফুর্ট অভাবনীয় পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে লড়াই করছে ইউরোপা লিগে জায়গা নেওয়ার জন্য। এখন পর্যন্ত ৩১ ম্যাচ শেষে ১৩ জয়ে ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। পয়েন্ট টেবিলে রয়েছে ৭ নম্বরে। পাশাপাশি এই মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো ডিএফবি পোকাল ফাইনাল খেলবে ফ্রাঙ্কফুর্ট। ফাইনালে নিকো কোভাচ মোকাবিলা করবেন তার পরবর্তী ক্লাব বায়ার্ন মিউনিখকে। সবকিছুর জন্য প্রশংসার দাবিদার নিকো কোভাচ।

ট্যাক্টিকস ও ফর্মেশন          

কোভাচ সাধারণত ৩-১-৪-২ অথবা ৩-৪-১-২ ফর্মেশনে খেলে থাকেন। ডিফেন্সিভ স্ট্যাবিলিটির সাথে উইং প্লেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ৪৬ বছর বয়সী এই কোচ। তবে এই মৌসুমে ফ্রাঙ্কফুর্টকে তিনি খেলিয়েছেন সর্বমোট সাতটি ভিন্ন ফর্মেশনে। তবে ৩-১-৪-২ এই বেশি খেলিয়েছেন দলটিকে।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোভাচের ফ্রাঙ্কফুর্ট একাদশ; Source: The Hard Tackle

উইংপ্লে নির্ভর খেলা

উইংপ্লে খেলতে পছন্দ করা এই কোচ ২০১৭ সালে এক সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি উইং ভিত্তিক খেলার পক্ষে। উদাহরণ হিসেবে বায়ার্নকে টেনে তিনি বলেন, যখন তিনি রিবেরি আর রোবেনকে একসাথে খেলতে দেখেন তখন তার হার্টবিট বেড়ে যায়। ডিফেন্সিভ স্ট্যাবিলিটির জন্য ব্যাকে তিনজন পিওর সেন্টার ব্যাককে খেলান নিকো কোভাচ। সাথে দুই ফ্ল্যাংকে খেলান দুই উইং ফুল ব্যাক। মিডফিল্ডের ক্ষেত্রেও কিছুটা ডিফেন্সিভ খেলতে পছন্দ করেন তিনি, যাতে প্রতিপক্ষ দল উইং দিয়ে আক্রমণ করতে বাধ্য হয়। এ ক্ষেত্রে উইং ব্যাক দুজন নিচে নেমে আসে। আর তিনজন মিডফিল্ডার ত্রিভুজ আকৃতির শেপে ডিফেন্সকে নিচ্ছিদ্র রাখার ক্ষেত্রে কাজ করে। যাতে করে প্রতিপক্ষ ওয়াইড আউট অ্যাটাকে যাতে বাধ্য হয়।

প্রেসিং ফুটবল

প্রতিপক্ষের অর্ধে হাইপ্রেসিং ফুটবল খেলে দ্রুত বল রিকভারী করার পক্ষপাতী নিকো কোভাচ। প্রতিপক্ষের অর্ধে হাইপ্রেসিংয়ের ফলে লং বল খেলতে বাধ্য হয় বিপরীত টিম। কিন্তু নিজেদের তিনজনের হাইডিফেন্সিভ লাইনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই বল রিকভারি করে নেয় তার টিম।

বায়ার্নের সম্ভাব্য রণকৌশল

বায়ার্নের স্কোয়াড ডেপথ নিকো কোভাচ থেকে সেরাটা বের করে আনার জন্য সবচেয়ে উপযুক্ত। সম্ভাব্য ৩-১-৪-২ ফর্মেশনেই বায়ার্নকে খেলাতে পারেন তিনি। চলুন দেখা যাক সেক্ষেত্রে কেমন হতে পারে বায়ার্নের লাইন-আপ।

ডিফেন্স

থ্রি ম্যান ডিফেন্সে বোয়েটাং ও হামেলস, আর সাথে থাকবেন ৬ ফুট ৫ ইঞ্চির উচ্চতার গোলিয়াথ খ্যাত নিকোলাস সুলে। লং বল রিকভারির ক্ষেত্রে সুলে থাকবেন মাঝখানে আর তার দুই পাশে থাকবেন হামেলস আর বোয়েটাং। উইং ফুলব্যাকের ক্ষেত্রে অটো চয়েজ থাকবেন ডেভিড আলাবা আর জশুয়া কিমিখের মতো দুই দ্রুতগতির উইং ফুলব্যাক। অন্যদিকে গোলবারের নিচে ম্যানুয়েল ন্যয়ার তো আছেনই। কোভাচের জন্য প্লাস পয়েন্ট হিসেবে রয়েছেন দুই বলপ্লেয়িং সেন্টার ব্যাক হামেলস আর বোয়েটাং। এই মৌসুমে ৯০% পাস একুরেসির সাথে ১৪১টি লং বল খেলেছেন ম্যাট হামেলস। আর অন্যদিকে এখন পর্যন্ত ১২টি অন টার্গেট শট রয়েছে জেরোমে বোয়েটাং এর।

বায়ার্নের বিপক্ষে ম্যাচ শেষে জাবি মার্টিনেজের সাথে হাত মিলাচ্ছেন কোভাচ © pixathlon/REX/Shutterstock

মিডফিল্ড

ডিফেন্সিভ মিডে পুরো মাঠ চষে বেড়ানোর জন্য আর্তুরো ভিদাল নিকো কোভাচের প্রথম চয়েজ হবেন। ডিফেন্স করার পাশাপাশি অ্যাটাকেও যোগ দেওয়ার দারুণ সামর্থ্য রয়েছে চিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। সাথে অপশন হিসেবে রয়েছেন সেবাস্তিয়ান রুডির মতো তরুণ আর জাভি মার্টিনেজের মতো অভিজ্ঞ সেনানীও।

অ্যাটাকিং মিডফিল্ডের ক্ষেত্রে অবশ্য মধুর সমস্যায় পড়বেন কোভাচ। সামনের মৌসুমে শালকে থেকে যোগ দিচ্ছেন লিওন গোরেটজকা। সাথে রয়েছে হামেস, থিয়াগো, তোলিসোর মতো ট্যালেন্টেড মিডফিল্ডাররাও। তবে হামেসের জায়গা মোটামুটি নিশ্চিতই বলা চলে। আরেকটু ডিপে খেলে হামেস বায়ার্নের জার্সিতে খেলছেনও দুর্দান্ত। এই মৌসুমে প্রতি ৮৩ মিনিটে একটি করে গোলের পিছনে অবদান রেখেছেন এই কলম্বিয়ান সেনসেশন। আর রিয়াল মাদ্রিদ থেকে লোনে বাভারিয়ানদের সাথে যোগ দেওয়া এই প্লেমেকারকে যে বায়ার্ন কিনে নেবে, তা আর বলার অপেক্ষাও রাখে না। উইং রোটেশনে আছেন দুই পোড় খাওয়া অভিজ্ঞ যোদ্ধা রোবেন ও রিবেরী। সাথে রয়েছেন তরুণ কিংসলে কোমান। সেক্ষেত্রে কোভাচের অধীনে উইং প্লের পাশাপাশি বল ধরে রেখে মিডফিল্ডেও প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরাতে সক্ষম হবে বাভারিয়ানরা।

ফরোয়ার্ড

সামনের দুজনের জন্য নিকো কোভাচ বেছে নেবেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি আর থমাস মুলারকে। মুলার এই ক্ষেত্রে ফলস নাইনের ভূমিকা পালন করবেন। আর পুরোদস্তর স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে পোল্যান্ড অধিনায়ক লেভানডভস্কিকে। সাথে কোভাচের হাতে অপশন হিসেবে রয়েছে সান্দ্রো ওয়াগনারও।

বায়ার্নের হয়ে খেলার মূহুর্তে কোভাচ; Source: Pinterest

হেইঙ্কেসের যোগ্য উত্তরসূরি কোভাচ

  • নিকো কোভাচের নিয়োগে হেইঙ্কেস বলেছেন বায়ার্ন সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ফ্রাঙ্কফুর্টের হয়ে অভাবনীয় সাফল্যকে ইঙ্গিত করে হেইঙ্কেস বলেছেন, কোভাচ বিভিন্ন জাতীয় দলের প্লেয়ারদের সাথে সমন্বয় করে ফ্রাঙ্কফুর্টের সাফল্য এনেছেন। বায়ার্ন যে তার যোগ্য উত্তরসূরি পাচ্ছে সে ব্যাপারে বর্তমান বায়ার্ন কোচ আশাবাদী। সাথে হেইঙ্কেস বলেছেন যে, কোভাচের উদ্ভাবনী ক্ষমতাও প্রখর। প্লেয়ারদের সাথে ভালো যোগাযোগ রক্ষা করে চলতে পারার জন্যও কোভাচের প্রশংসা করেছেন ইয়ুপ হেইঙ্কেস।
  • হেইঙ্কেস সবসময় চাইতেন কোনো জার্মান যেন কোচ হিসেবে দায়িত্ব নেয়। সেজন্য ক্রোয়েশিয়ান-জার্মান হিসেবে নিকো কোভাচই ছিলো অন্যতম পছন্দ। যদিও বায়ার্ন প্রথমে চেয়েছিল টমাস টুখেলকে। কিন্তু সাবেক বরুশিয়া ডর্ট্মুন্ড কোচ অন্য কোনো ক্লাবে যোগ দেওয়াও সাবেক বায়ার্ন প্লেয়ার কোভাচেরই কাছে দ্বারস্থ হয় বায়ার্ন কতৃপক্ষ।
  • কোচিং ক্যারিয়ারে ৪৬ বছর বয়সী কোভাচ এত অভিজ্ঞ না হলেও খেলোয়াড়ি অভিজ্ঞতা ভালোই কাজে লাগাতে পারবেন তিনি। সাবেক ক্রোয়েশিয়ান এই ক্যাপ্টেন দেশের হয়ে ৮৩ ম্যাচে করেছেন ১২ গোল। বায়ার্নের সাবেক এই মিডফিল্ডার বাভারিয়ানদের জার্সি গায়ে জড়িয়ে ৫১ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি তিনটি ট্রফিও জিতেছেন। বায়ার্নের হয়ে তার খেলার অভিজ্ঞতাও কাজে দেবে দল পরিচালনার ক্ষেত্রে।
  • প্রথম মৌসুমে দায়িত্ব পাওয়ার পর রেলিগেশন এড়ানোর জন্য তার অধীনে ফ্রাঙ্কফুর্টকে প্লে অফ খেলতে হয় নুরেমবার্গের সাথে। দুই লেগ মিলিয়ে ২-১ এ জয় পাওয়ার পর কোভাচ আনন্দ উৎসবে যোগদান না করে নুরেমবার্গের প্রতিটি প্লেয়ারের সাথে কথা বলে তাদের সান্তনা ও সমর্থন দিয়েছেন, যার জন্য পরবর্তীতে এই ঘটনার জন্য ন্যাশনাল ফেয়ার প্লে পুরষ্কার পান তিনি।

ক্রোয়েশিয়ার হয়ে ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচে নিকো কোভাচ; Source: Bundesliga

আপাতত বায়ার্নের সাথে কোভাচের চুক্তি তিন বছরের। বায়ার্নের দীর্ঘ চার বছরের চ্যাম্পিয়নস লিগ খরা কাটানোই মূল চ্যালেঞ্জ তার। ট্রেবলজয়ী কোচ ইয়ুপ হেইঙ্কেসের পদাঙ্ক কি অনুসরণ করতে পারবেন তিনি? সময়ই তা বলে দেবে।

This Bangla article is about the new bavarian coach Nico Kovac. Necessary sources are hyperlinked in the article.

Feature Image: Web.de

Related Articles

Exit mobile version