পাঁচ মাস পরই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। ইংল্যান্ডের মাটিতে দেড়মাস ব্যাপী চলবে বিশ্বকাপ। ধীরে ধীরে এই মহাযজ্ঞের পরিকল্পনা, ভাবনার জগতে প্রবেশ করছে দলগুলো। ভারসাম্য পূর্ণ দল তৈরি, সেরা কম্বিনেশন খোঁজা, ইনফর্ম পারফরমারদের পরিচর্যা, দলের মাঝে আত্মবিশ্বাস সঞ্চার করা, সবাইকে মানসিকভাবে প্রস্তুত করার দিকে নজর দিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছু ১০টি দল।