দলের ভারসাম্য রক্ষা কিংবা পারফর্মেন্স গ্রাফ উর্ধ্বমুখী করার জন্য দলবদলের বাজার বড় একটা ভূমিকা পালন করে। দলবদলে ভালো কিছু সিদ্ধান্ত একটা ক্লাবের পারফর্মেন্সে বড়সড় পরিবর্তন এনে দিতে পারে। আবার কিছু খারাপ সিদ্ধান্ত একটা ক্লাবের পুরো মৌসুমকেই এলোমেলো করে দিতে পারে। ২০১৮ সালের দলবলদলের বাজারের কথা যদি বলি তাহলে সফল দলবদলের সংখ্যাই হয়তো বেশি হবে। এলিসন কিংবা ভ্যান ডাইকের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়ে লিভারপুলের সেই চিরচেনা ভাঙাচোরা রক্ষণভাগ যেনো আমূল পাল্টে গেছে। এক লুকাস টোরেইরাকে কিনে আর্সেনালের পারফর্মেন্সে ব্যাপক উন্নতি এসেছে।
তবে এর বিপরীত চিত্রও আছে, বেশ কিছু ক্লাব মোটা অঙ্কের টাকা খরচ করেও সাফল্য পায়নি। আবার কিছু দলবদলের ফলে কিছু খেলোয়াড়ের ক্যারিয়ারই হুট করে থমকে গেছে। আজ আমরা ২০১৮ সালে উল্লেখযোগ্য হতাশাজনক দলবদলগুলো নিয়েই আলোচনা করবো।