বিশ্বকাপের ইতিহাসের সেরা খেলোয়াড় কে?
‘বিশ্বকাপ’ কথাটির মাঝে ‘বিশ্ব’ শব্দটির অন্তর্ভুক্তি এর মর্যাদাকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। এই মর্যাদাময় প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় একটি বিষয় থাকে সেরা খেলোয়াড় নির্বাচন। স্বাভাবিকভাবেই সবচেয়ে সেরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও যেকোনো ফুটবলারের জন্য বেশ কাঙ্ক্ষিতই হবে। ২০১৪ সাল পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ২০টি। প্রতি টুর্নামেন্টে ১ম, ২য় আর ৩য় সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। সেই বিচারে এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি পজিশনে সেরা খেলোয়াড় আছেন ২০ জন করে; সর্বমোট ৬০ জন।