যদি এই মূহুর্তে কাউকে বলা হয় যে, মাত্র এক যুগ আগেও বরুশিয়া ডর্টমুন্ড নামের ক্লাবটি ব্যাংক দেউলিয়ার পথে ছিল, ছিল না কোন আদর্শ ম্যানেজমেন্ট এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ার নীতি, যে কেউই চমকে উঠবেন। কেননা টুকটাক ফুটবল জগতে যাদের আনাগোনা, তাদের প্রায় সবাই জানেন জার্মান জায়ান্ট এই ক্লাবটি বিখ্যাত তাদের সাংগঠনিক জোর আর তরুণদের সুযোগ দানের জন্য। এমনকি আর্থিক এবং সাংগঠনিক দিক থেকে এই ক্লাবটি বৈশ্বিক র্যাংকিং এ ১২ তম। আর যদি বলা হয় যে, ঋণভারে নত এই ক্লাবটিকে বাঁচাতে একসময় চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ শর্তহীন ঋণ দিয়েছিল? চলুন আজ জেনে নেয়া যাক দেউলিয়াত্বের দ্বারপ্রান্ত থেকে বরুশিয়া ডর্টমুন্ডের রাজসিক প্রত্যাবর্তন।