টেস্টের বিবেচনায় ছিটকে পড়েছেন মুস্তাফিজ
দল নিয়ে কথা বলবেন না, শুরুতেই বলে দিয়েছেন। তবে মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গ আসতেই রাসেল ডমিঙ্গোর মুখ থেকে কয়েকটি বাক্য পাওয়া গেল। আফগানদের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়নি বাঁহাতি এই পেসারকে। নির্বাচকরা দিয়েছেন হালকা ইনজুরি ও বিশ্রামের তত্ত্ব। যদিও কোচের কথায় মিলল অন্য আভাস।