মরিসিও পচেত্তিনো: ধৈর্য্য, পরিশ্রম, কিংবা হার না মানা মানসিকতা
অর্থ দিয়ে গড়ে তোলা শক্তিশালী সব দলকে পেছনে ফেলে স্পার্স যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চে পৌঁছায়, প্রশ্ন উঠতে পারে পর্যাপ্ত খেলোয়াড় ও ক্লাবের বোর্ডের সহায়তা না থাকার পরও কীভাবে তা সম্ভব হলো? উত্তরটা মরিসিও পচেত্তিনোর কাছে। যিনি ধৈর্য্য ও পরিশ্রমকেই সাফল্যের চাবিকাঠি মানেন।