৫০ তম ইউএস ওপেন: সংখ্যার খেলা

২৭ আগস্ট শুরু হচ্ছে ইউএস ওপেনে।

এবারে ইউএস ওপেনের বিশেষত্ব হলো, এবার এই আসরটি পালন করতে যাচ্ছে তার ৫০ তম বার্ষিকী। সে নিয়ে সাজ সাজ রবের অভাব নেই। ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে ভেনু বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারকে। সেই ১৯৬৮ সালে আর্থার অ্যাশ প্রথম ট্রফি জয়ের পর থেকে এই ৫০ বছরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে ইউএস ওপেন।

এই সময়ে সবচেয়ে বড় বদলটা হয়েছে পুরষ্কারের অর্থে। প্রথম বছরে মাত্র ১ লাখ ডলার ছিলো মোট পুরষ্কার মূল্য। ছেলেদের চ্যাম্পিয়ন পেয়েছিলেন ১৪ হাজার ডলার এবং মেয়েদের চ্যাম্পিয়ন হয়ে ভার্জিনিয়া ওয়েড পেয়েছিলেন ৬ হাজার ডলার। আর্থার অ্যাশ তখন অ্যামেচার ছিলেন। তাই তাকে এই অর্থও দেওয়া হয়নি। সেটা দেওয়া হয়েছিলো রানার্স আপ টম ওকারকে।

১৯৭৩ সাল থেকে প্রথম গ্র্যান্ড স্লাম হিসেবে ছেলে ও মেয়েদের সমান অর্থ প্রদান শুরু করে ইউএস ওপেন। ২০১৮ সালে পুরষ্কারের এই মোট মূল্য বাড়তে বাড়তে ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়েদের সিঙ্গেলজয়ী দুই তারকা পাবেন ৩.৮ মিলিয়ন ডলার করে।

এবার ইউএস ওপেনে থাকছে বেশ কিছু নতুন নতুন ব্যাপার। এই প্রথম সার্ভ ক্লক নামে একটা ঘড়ি চালু হচ্ছে; এই নিয়মে ২৫ সেকেন্ডের মধ্যে সার্ভিস করতে হবে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে সিটিজেন ওয়াচকে হটিয়ে ঢুকে পড়েছে রোলেক্স।

আর ৫০তম এই আসর উপলক্ষে ফোর্বস ম্যাগাজিন তাদের কেতামাফিক সংখ্যায় সংখ্যায় ইউএস ওপেনের গল্প বলেছে। সেই গল্পটা থাকছে আজ

 

মহামূল্যবান সেই ঘড়ি হাতে নাদাল; Image Source: Getti

১: সিমনা হালেপ ও রাফায়েল নাদাল যথাক্রমে মেয়েদের ও ছেলেদের বিভাগে শীর্ষ বাছাই খেলোয়াড় হিসেবে ২০১৮ ইউএস ওপেনে খেলতে নামবেন। নাদাল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং তিনবার এই শিরোপা জিতেছেন; গতবারের আগে জিতেছেন ২০১৩ ও ২০১০ সালে। অন্যদিকে হালেপের সেরা কীর্তি ২০১৫ সালের সেমিফাইনাল খেলা।

২. ইউএস ওপেনের ভেন্যু ন্যাশনাল টেনিস সেন্টারে মার্সিডিজ বেঞ্জের দুটি শোরুম থাকছে। এখানে ভক্তরা চাইলে মেয়েদের বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন সোলান স্টিফেন্সের মনুষ্য আকৃতির ছবির সাথে ছবি তুলতে পারবেন। কারণ স্টিফেন্স সম্প্রতি জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

৫/২: নোভাক জোকোভিজ বাজির এই দরে এগিয়ে আছেন সবার চেয়ে। এরপরই আছেন রাফায়েল নাদাল (৭/২) এবং রজার ফেদেরার (৯/২)। এই তিনজনই এর আগে কমপক্ষে একবার করে ইউএস ওপেন জিতেছেন। মেয়েদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন সেরেনা উইলিয়ামস (১১/২)। তারপর আছেন হালেপ (৬/১) ও অ্যাঞ্জেলিক কারবার (৭/১)।

৫: ছেলেদের বিভাগে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড। জিমি কনরস, পিট সাম্প্রাস ও রজার ফেদেরার এই শিরোপাটি জিতেছেন ৫ বার করে।

৫ ঘন্টা ২৬ মিনিট: ইউএস ওপেনে দীর্ঘতম ম্যাচ। ১৯৯২ সালের ছেলেদের সেমিফাইনালে এই দীর্ঘ ম্যাচের পরিণতিতে স্টেফান এডবার্গ হারিয়েছিলেন মাইকেল চ্যাংকে।

৬: ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামস মেয়েদের বিভাগে সবচেয়ে বেশি সিঙ্গেল শিরোপা জিতেছেন। সেরেনার সামনে এবার রেকর্ডটা একার করে নেওয়ার দারুন সুযোগ।

১৯%: ২০১৭ আসরে শতাংশের হিসেবে ১৯ শতাংশ দর্শক ছিলো যুক্তরাষ্ট্রের বাইরের। আর ৪৩ শতাংশ দর্শক ছিলো নিউইয়র্ক সিটি মেট্রোপলিটন এলাকার বাইরের।

২৫: খেলোয়াড়রা বল সার্ভ করার জন্য ২৫ সেকেন্ড সময় পাবেন। ইউএস ওপেন হতে যাচ্ছে বিশ্বের প্রথম গ্র্যান্ড স্লাম যারা মূল প্রতিযোগিতায় এই সার্ভ-ক্লক ব্যবহার করতে যাচ্ছে। আয়োজকদের মতে এটা খেলার গতি অনেক বাড়িয়ে দেবে।

৪২: ২০১৭ আসরে যারা খেলা দেখতে এসেছিলেন, তাদের গড় বয়স। মোট দর্শকের ৬৫ শতাংশই ছিলেন ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। আর মাত্র ৪ শতাংশ ছিলেন ১৮ বছরের নিচে।

৫১%: ছেলে ভক্তরা মাত্র ১ শতাংশ এগিয়ে ছিলেন মেয়ে ভক্তদের চেয়ে।

৭০ মার্কিন ডলার: সব ফি-সহ গ্রাউন্ড পাসের মূল্য। এই দামে ইউএস ওপেনের প্রথম দিনের টিকিট বিক্রি করছে টিকেটমাস্টার

৮২%: গত আসরে যেসব সমর্থক এসেছিলেন তার ৮২ শতাংশেরই কলেজ ডিগ্রি ছিলো। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে গড়টা হলো ৩৪ শতাংশ।

১৪৮ মার্কিন ডলার: ইউএস ওপেন বল গার্লদের একেকটি নেভি পোলো শার্টের দাম।

১৮০: ইউএস ওপেন প্রায় এই দু’শো দেশ ও অঞ্চলে সরাসরি সম্প্রচার হবে।

৪৩৪ মার্কিন ডলার: অপ্রত্যক্ষ বাজারে (সেকেন্ডারি মার্কেট) প্রতিটি সেশনের টিকিটের গড় মূল্য। টিকেটআইকিউ জানাচ্ছে, গত এক দশকের মধ্যে এটা সর্বোচ্চ।

বাজির দরে সবচেয়ে এগিয়ে সেরেনা; Image Source: Getti

১,০৪৫ মার্কিন ডলার: টিকেটআইকিউ-এর মতে ছেলেদের ফাইনালের গড় টিকিট মূল্য হবে এরকম। সেই সাথে মেয়েদের ফাইনালে সেটা হবে ৬১৮ মার্কিন ডলার।

৭,০০০: ইউএস ওপেনের সময়ে এই সংখ্যক বড় টেনিস বল বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে।

৬৬,০০০: ইউএস ওপেন চলাকালে এই পরিমাণে কলা খাওয়া হবে!

১০,০০০: এই পরিমাণে ইউএস ওপেনের তোয়ালে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

১,৮২,০০০ মার্কিন ডলার: ২০১৭ ইউএস ওপেনে আসা সমর্থকদের গড় বার্ষিক আয়।

২,২৫,০০০: টুর্নামেন্ট জুড়ে এই পরিমাণে হ্যামবার্গার ও হট ডগ পরিবেশন করা হবে।

২,৭৫,০০০: ইউএস ওপেনের অফিশিয়াল পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রে গুজ বার তাদের প্রতীক হয়ে যাওয়া হানি ডিউস ককটেইল তৈরিতে এই পরিমাণ ‘মেলন বল’ ব্যবহার করবে!

৬,৯১,১৪৩: গত আসরে মোট দর্শক উপস্থিত হয়েছিলেন এই সংখ্যক। এর মধ্যে উদ্বোধনী দিনে রেকর্ড ৬১,৮৩৯ জন ছিলেন।

৭,২৫,০০০ মার্কিন ডলার: বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিচার্ড মিলির যে ঘড়িটি রাফায়েল নাদাল পরবেন, তার দাম।

৩.৮ মিলিয়ন মার্কিন ডলার: ছেলে ও মেয়েদের সিঙ্গেলসে শিরোপা জয়ীদের জন্য এই অর্থের চেক অপেক্ষা করছে।

১৮.১ মিলিয়ন মার্কিন ডলার: জুন ২০১৭ থেকে জুন ২০১৮ অবধি সেরেনা উইলিয়ামস এই অর্থ আয় করেছেন। এর মধ্যে মাত্র ৬২ হাজার মার্কিন ডলার এসেছে পুরষ্কার থেকে। কারণ এই সময়ে ১৪ মাস তিনি প্রথম বাচ্চার জন্ম দিতে ছুটি কাটিয়েছেন। অন্য যেকোনো নারী ক্রীড়াবিদের চেয়ে কমপক্ষে দ্বিগুন বিজ্ঞাপনী আয় করে থাকেন সেরেনা।

২২.৭ মিলিয়ন: ২০০১ ইউএস ওপেনের সেরেনা বনাম ভেনাস উইলিয়ামসের ফাইনাল দেখতে সিবিএস প্রাইম টাইমে এই পরিমাণ দর্শক ছিলো। গত বছর ইএসপিএন মেয়েদের ফাইনালে ১.৯ মিলিয়ন ও ছেলেদের ফাইনালে ১.৫ মিলিয়ন দর্শক টানতে পেরেছে।

২৫ মিলিয়ন: কেলি ক্লার্কসনের সারা বিশ্বে এই সংখ্যক অ্যালবাম বিক্রি হয়েছে। এই কেলি ২০১৮ ইউএস ওপেনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন।

৫৩ মিলিয়ন মার্কিন ডলার: মোট পুরষ্কার মূল্য। টেনিসের ইতিহাসে এটাই সর্বোচ্চ পুরষ্কার মূল্য। অস্ট্রেলিয়ান ওপেনে ৪২ মিলিয়ন, ফ্রেঞ্চ ওপেনে ৪৬ মিলিয়ন ও উইম্বলডনে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার দেওয়া হচ্ছে।

৭৭.২ মিলিয়ন মার্কিন ডলার: জুন ২০১৭ থেকে জুন ২০১৮ এই সময়ে রজার ফেদেরারের মোট আয়। এটা টেনিস জগতে সর্বোচ্চ আয়। আর সব অ্যাথলেট মিলিয়ে সপ্তম সর্বোচ্চ।

আয়ের শীর্ষে আছেন ফেদেরার; Image Source: AFP

৩৫০ মিলিয়ন মার্কিন ডলার: ২০১৮ ইউএস ওপেনের সম্ভাব্য রাজস্ব হতে যাচ্ছে।

৬০০ মিলিয়ন মার্কিন ডলার: ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ইউএস ওপেনের ভেন্যুর কয়েক বছর ধরে সংস্কারে যে ব্যয় হয়েছে। এই সংস্কারের ফলে প্রতিদিনের খেলায় আরও বাড়তি ১০ হাজার সমর্থক খেলা দেখতে পারবেন। ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে এর মধ্যে অ্যাশ স্টেডিয়ামের ছাদ সংস্কারে এবং একেবারে নতুন লুইস আর্মস্ট্রং স্টেডিয়াম নির্মাণে।

৮২৫ মিলিয়ন মার্কিন ডলার: ১১ বছরের জন্য ইউএস ওপেনের সম্প্রচার স্বত্ত্ব কিনে নেওয়া ইএসপিএন দিচ্ছে এই অর্থ।

Related Articles

Exit mobile version