- আর্সেনাল ০ – ৩ ম্যানচেস্টার সিটি
- লাস পালমাস ১ – ১ বার্সেলোনা
গত মাসের ২৫ তারিখ ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল কাপের জন্য লড়তে নেমেছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে সেদিন ইএফএল কাপ ঘরে তুলে পেপ গার্দিওলার দল। আর সেই ক্ষত শুকানোর আগেই আজ প্রিমিয়ার লিগের ফিরতি ম্যাচে আর্সেনাল নিজেদের মাঠে খেলতে নামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ঠিক যেন গত ম্যাচেরই পুনরাবৃত্তি করতে।
আজকের খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় আর্সেনালের জালে বল জড়ান বার্নার্ডো সিলভ (এই মৌসুমে এটি তার তৃতীয় গোল)। আর্সেনালকে সেই গোল শোধের সুযোগ না দিয়ে বরং ২৮ মিনিটের মাথায় সিটির পক্ষে দ্বিতীয় গোলটি করেন দলের মাঝ মাঠের খেলোয়াড় ডেভিড সিলভা। আর সেই গোলের পাঁচ মিনিটের মধ্যেই আর্সেনালের কফিনে তৃতীয় পেরেকটি ঠোকেন লেরয় সানে। প্রথমার্ধেই ০-৩ গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে ফেরেন সিটির খেলোয়াড়েরা।
দ্বিতীয়ার্ধে শুরু হয় আর্সেনালের গোল পরিশোধের প্রচেষ্টা। কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আরকি। ৫৩ মিনিটের মাথায় একটি গোল শোধের সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করেন দলের নতুন স্ট্রাইকার অবামেয়াং। তার নেয়া পেনাল্টি ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক এডারসন। তারপর অনেক চেষ্টা করেও সিটির জালে বল জড়াতে পারেনি ওয়েঙ্গারের দল।
গত ফাইনাল ম্যাচে হারার পর দর্শকরা অনেকেই আর্সেনাল ফ্যান টিভিতে দেয়া বক্তব্যে ওয়েঙ্গারের প্রতি নিজের ক্রোধ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন তার দল পরিচালনা নিয়েও। এবং সবার বক্তব্যের শেষ বাক্য ছিল ‘ওয়েঙ্গার আউট’। তারপর আবার আজকের ম্যাচেও এভাবে শোচনীয় হারের পর নিঃসন্দেহে চাপ বাড়বে আর্সেন ওয়েঙ্গারের উপর। ২০১৩ সালের পর এই প্রথমবার নিজেদের মাঠে আর্সেনাল হারলো সিটির কাছে।
ওয়েঙ্গারের ট্যাকটিসের উপর দিন দিন বিরক্তি বাড়ছে আর্সেনাল দর্শকদের। তাদের ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে তার প্রমাণ, আজকের এমিরেটসে স্টেডিয়ামের দর্শক উপস্থিতি। খেলার সময় মাঝে মধ্যেই ক্যামেরা ঘুরে যাচ্ছিল দর্শকশূন্য সারিগুলোর উপর। ইএফএল কাপের হারের পর প্রশ্ন উঠেছিল আর্সেনালে ওয়েঙ্গারের ভবিষ্যৎ নিয়ে; আর আজকের পরাজয় তার ভবিষ্যৎ আরও নড়বরে করে দিল। হয়তো শেষ বয়সে এসে আর্সেনাল বোর্ডের হাতেও বরখাস্ত হতে হবে এই কিংবদন্তী ফুটবল কোচকে।
অন্যদিকে লা লিগার একটি ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। লিগের শীর্ষস্থানে থাকা বার্সেলোনা আজ লাস পালমাসের বিপক্ষে খেলতে নামে তাদেরই মাঠে। খেলার ২০ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। তারপর আর গোলের দেখাতো পায়নি বার্সেলোনা, বরং ৪৮ মিনিটের মাথায় পেনাল্টি দিয়ে বসে লাস পালমাসদের। পেনাল্টি থেকে গোলটি করেন জনাথন ক্যালেরি। শেষ বাঁশির আগপর্যন্ত বেশ কিছু প্রচেষ্টা চালালেও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের বার্সেলোনা।
Featured image © AFP/Getty Images