ওয়ার্ডল গেমটির নাম নিশ্চয়ই এতদিনে অনেকেই শুনে ফেলেছেন। অনেকে হয়তাে খেলেও ফেলেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া গেমটি সম্পর্কে আমাদের বিস্তারিত একটি আর্টিকেল আছে এখানে। কিন্তু সংক্ষেপে বলতে গেলে, ওয়ার্ডল হচ্ছে একধরনের ওয়ার্ড গেম বা শব্দ ধাঁধা, যেখানে প্রতিদিন পাঁচ অক্ষরের একটি করে শব্দ মেলাতে হয়। শব্দটি মেলানাের জন্য মােট ছয়বার সুযােগ পাওয়া যায়। এজন্য ছয় সারিতে পাঁচটি করে বর্গাকার বাক্স দেওয়া আছে।
কোনাে রকম সূত্র ছাড়াই আপনাকে প্রথম সারিতে পাঁচ অক্ষরের একটি শব্দ অনুমান করে লিখতে হবে। আপনার লেখা শব্দটির যে অক্ষরগুলাে সঠিক শব্দটিতে আছে, সেগুলাে হলুদ বর্ণ এবং যে অক্ষরগুলাে সঠিক শব্দটিতে নেই, সেগুলাে ধূসর বর্ণ ধারণ করবে। আর কোনাে অক্ষরের অবস্থান যদি সঠিক শব্দটিতে থাকা ঐ অক্ষরের অবস্থানের সাথে মিলে যায়, তাহলে সেটি সবুজ বর্ণ ধারণ করবে। এবার এই সূত্রগুলােকে কাজে লাগিয়ে দ্বিতীয় সারিতে, সেখান থেকে পাওয়া সূত্রগুলােকে কাজে লাগিয়ে তৃতীয় সারিতে আরও ভালাে অনুমান করতে পারবেন। এভাবে ছয়বারের মধ্যেই আপনাকে সঠক শব্দটি অনুমান করতে হবে।
ওয়ার্ডল গেমটি অল্প কয’দিনেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু একইসাথে নিউ ইয়র্ক টাইমস গেমটি কিনে নেওয়ার পর উদ্বেগও সৃষ্টি হয়েছে যে, এটা আর বেশি দিন ফ্রি থাকবে কিনা। তাছাড়া প্রতিদিন মাত্র একটি করে গেম খেলতে পারার ব্যাপারটিও অনেকের পছন্দ না। তাই অনেকেই গেমটির বিভিন্ন সংস্করণ তৈরি করেছেন, যেখানে ওয়ার্ডলের মূল ধারণা অপরিবর্তিত রেখে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।
চলুন জেনে নিই এরকম কয়েকটি বিকল্প গেম সম্পর্ক, যেগুলো আপনি খেলতে পারবেন ওয়ার্ডলের পরিবর্তে।
১) Nerdle
এই গেমটা ওয়ার্ডলের মতোই, কিন্তু একে বলা যেতে পারে নিউমেরিক্যাল ওয়ার্ডল বা ওয়ার্ডলের গাণিতিক সংস্করণ। এখানে আপনাকে আটটি ঘরে আটটি অঙ্ক বা প্রতীক বসিয়ে একটি সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণের বাম পাশে যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকবে পারবে, কিন্তু ডান পাশে থাকবে শুধু উত্তর। যেমন আপনার প্রথম প্রচেষ্টা হতে পারে এরকম: 8×5-6=34।
এরপর ওয়ার্ডলের নিয়ম অনুযায়ী বিভিন্ন রং দেখে সেখান থেকে ইঙ্গিত নিয়ে পরের ধাপে আবারও চেষ্টা করতে হবে। এভাবে ছয় ধাপের মধ্যে সমীকরণ মেলাতে হবে। শুনতে কঠিন মনে হলেও বাস্তবে নার্ডল খুবই সহজ। গেমটা খেলতে পারবেন এখান থেকে।
২) Dordle
এই গেমকে বলা যেতে পারে ডাবল ওয়ার্ডল। এখানে আপনাকে একই অক্ষরসমষ্টি দিয়ে পাশাপাশি দুটো ভিন্ন শব্দের জন্য দুটো ভিন্ন ওয়ার্ডল গেম খেলতে হবে। অর্থাৎ ধরুন, একটি গেমে সঠিক উত্তর GROUP, এবং আরেকটা গেমে SLATE। এখন আপনি যদি প্রথম অনুমান হিসেবে IMAGE শব্দটি টাইপ করেন, তাহলে সেটা একইসাথে দুটো গেমের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু একটা বক্সে শুধু চতুর্থ অক্ষর G হলুদ বর্ণ ধারণ করবে, অন্যদিকে একইসাথে অপর বক্সে তৃতীয় অক্ষর A এবং পঞ্চম অক্ষর E সবুজ বর্ণ ধারণ করবে।
এভাবে আপনাকে একই সাথে দুটো গেম খেলতে হবে। একটির জন্য আপনি ছয়বার চেষ্টা করতে পারবেন। অন্যটির জন্য সাতবার। গেমটা খেলতে পারবেন এই লিঙ্ক থেকে।
৩) Absurdle
এই গেমটি ওয়ার্ডলের মতোই, কিন্তু আরও কঠিন। ওয়ার্ডলে যেখানে প্রতিদিন শুরু থেকেই একটা সঠিক উত্তর নির্দিষ্ট করা থাকে, অ্যাবসার্ডলে ব্যাপারটা সেরকম না। এখানে ব্যবহারকারীর বিভিন্ন ধাপের প্রচেষ্টার উপর ভিত্তি করে সঠিক উত্তর ধীরে ধীরে পাল্টাতে থাকে।
ব্যাপারটা এরকম, আপনি যদি প্রথম চেষ্টাতেই সঠিক শব্দ অনুমান করে ফেলেন, ওয়ার্ডল আপনাকে অভিনন্দন জানিয়ে জিতিয়ে দেবে। কিন্তু যদি অ্যাবসার্ডল সেটা করবে না। তারা ঐ মুহূর্তে সিদ্ধান্ত নেবে, সঠিক শব্দটা এটা না। সঠিক শব্দ আপনি যেসব অক্ষর অনুমান করেননি, সেগুলো দিয়ে গঠিত।
আবার ধরুন, তৃতীয় বা চতুর্থ ধাপে গিয়ে আপনি বুঝতে পারলেন, শব্দটা হবে Brown, Drown, Frown – এরকম কিছু। এখন আপনি যেটাই লেখেন, অ্যাবসার্ডল সেটাকে ভুল হিসেবে চিহ্নিত করে অন্য কোনো একটাকে সঠিক উত্তর হিসেবে নির্ধারণ করবে। অর্থাৎ অ্যাবসার্ডল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে থাকবে কীভাবে আপনাকে সঠিক উত্তরে পৌঁছতে আরও দেরি করিয়ে দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত না পুরো ইংরেজি অভিধানে ঐ অক্ষরগুলো দিয়ে একটাই মাত্র শব্দ অবশিষ্ট থাকে।
গার্ডিয়ান পত্রিকা ভুল বলেনি। তাদের ভাষায় অ্যাবসার্ডল হচ্ছে ওয়ার্ডলের ম্যাকিয়াভেলিয়ান সংস্করণ। গেমটা খেলতে পারবেন এখান থেকে।
৪) Hello Wordl
এই গেমও ওয়ার্ডলের মতোই। পার্থক্য হচ্ছে, এটা আপনি দিনে যত খুশি ততবার খেলতে পারবেন এবং শব্দের দৈর্ঘ্য নিজের ইচ্ছেমতো চার থেকে এগারোর মধ্যে নির্ধারণ করে দিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে পাঁচ অক্ষরের শব্দ না মিলিয়ে সাত অক্ষরের শব্দ মেলানোর চ্যালেঞ্জও নিতে পারবেন। বলাই বাহুল্য, শব্দের দৈর্ঘ্য যত বড় হবে, সঠিক উত্তরটা অপ্রচলিত শব্দ হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। খেলতে পারবেন এই লিঙ্ক থেকে।
৫) Crosswordle
নাম শুনেই যেরকম বোঝা যাচ্ছে, এই গেম হচ্ছে ওয়ার্ডলের সাথে ক্রসওয়ার্ডের মিশেল। এখানে একইসাথে দুটো শব্দ মেলাতে হবে, যে দুটো শব্দ আবার একটা আরেকটা ক্রস করবে। অর্থাৎ দুটো শব্দের মধ্যে অন্তত একটা অক্ষর কমন থাকবে। ক্রসওয়ার্ডলের আরেকটি সুবিধা আছে, এখানে আপনি নিজেই শব্দ ধাঁধাঁ তৈরি করে বন্ধুদেরকে তা সমাধানের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। গেমটি খেলতে পারবেন এখান থেকে।
৬) Primel
এই গেমটা মূলত গণিতপ্রেমীদের জন্য। নাম শুনেই যেরকম বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডলের মৌলিক সংখ্যা সংস্করণ। এখানেও পাঁচ অঙ্কের একটি সংখ্যা মেলাতে হবে। কিন্তু সেই সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা। পাঁচ অঙ্কের মৌলিক সংখ্যা যেহেতু সাধারণ মানুষের মুখস্থ থাকে না, তাই এই গেম খেলতে হলে আপনাকে হয় মৌলিক সংখ্যা নিয়ে অত্যুৎসাহী হতে হবে, অথবা গুগল সার্চ করে পাঁচ অঙ্কের মৌলিক সংখ্যার তালিকা নিয়ে বসে এরপর খেলতে হবে। খেলা যাবে এই লিঙ্ক থেকে।
৭) অন্যান্য
এছাড়াও ওয়ার্ডলের আরও অন্যান্য কিছু সংস্করণ আছে, যেগুলোর প্রতি বিশেষ বিশেষ বিষয়ে আগ্রহী মানুষজনের আগ্রহ থাকবে। এরকম একটা হচ্ছে Lordle of the Rings। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটা ওয়ার্ডলের লর্ড অব দ্য রিংস সংস্করণ। নিয়মগুলো ওয়ার্ডলের মতোই, পার্থক্য হচ্ছে এখানে সঠিক উত্তরগুলো সাধারণ ইংরেজি ডিকশনারি থেকে না নিয়ে নেওয়া হয়েছে লর্ড অব দ্য রিংসের টেক্সট থেকে। কাজেই এখানে সঠিক উত্তর হিসেবে Frodo বা Shire শব্দগুলোও থাকতে পারে, যা ওয়ার্ডলে থাকবে না।
এরকমই আরেকটা গেম হচ্ছে BTS Wordle। জ্বী, ঠিকই ধরেছেন। এখানেও পাঁচ অক্ষরের সংখ্যা মেলাতে হবে। কিন্তু এই শব্দগুলো হতে হবে সাউথ কোরিয়ান ব্যান্ডদল বিটিএস আর্মির সাথে সম্পর্কিত কোনো শব্দ।
বুঝতেই পারছেন, মূল ওয়ার্ডল গেম যদি বন্ধও হয়ে যায়, তবুও দুশ্চিন্তার কিছু নেই। করোনার দিনগুলোতে অবসর সময় কাটানোর মতো সৃজনশীল শব্দধাঁধার কোনো অভাব হবে না।