Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

স্বর্গের সিঁড়ি বেয়ে

নাম শুনেই হয়তো মনে হতে পারে, এ আবার কেমন সিঁড়ি? অনেকেই হয়তো ভেবে বসবেন, এ বুঝি সত্যিই স্বর্গে নিয়ে যাবে। ধারণাটা  অবশ্য ভুল নয়, তবে এ স্বর্গ পৃথিবীতেই। সিঁড়ির ৩০০টি ধাপ পেরিয়ে যে রূপ দেখতে পাবেন, তাকে নির্দ্বিধায় স্বর্গ বলাই যায়। 

article

কেওক্রাডং: এক রূপকথার পাহাড়

বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়গুলোর একটি এই কেওক্রাডং এবং সবচেয়ে সুন্দর রুটের একটি এই রুটটি। এর উচ্চতা নিয়ে অনেক মতবিরোধ থাকলেও বর্তমানে এটি উচ্চতার হিসেবে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ চূড়া।

article

ঢাকার অদূরে দৃষ্টিনন্দন বায়তুর রউফ মসজিদ

সুলতানি আমলের স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত চমৎকার এক স্থাপনা বায়তুর রউফ মসজিদ। এটি রাজধানী ঢাকার আব্দুল্লাপুর থেকে কিছুটা ভেতরে অবস্থিত। এ মসজিদের গঠন ও নকশা অন্য যেকোনো মসজিদের তুলনায় সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক উপায়ে মসজিদের ভেতরে আলো-বাতাস প্রবেশের জন্য মসজিদটিকে দেওয়া হয়েছে এক বিশেষ নকশা।

article

বান্দরবান ডায়রি: দামতুয়া কথন

ম্রো ভাষায় ‘দামতুয়া’ শব্দের অর্থ- যেখানে মাছ যেতে পারে না। ঝর্ণাটির আরো একটি সুন্দর নাম আছে– ‘তুক অ’; এর মানে, ব্যাঙ ঝর্ণা। মাছ যেতে না পারলেও মানুষের তো আর যেতে বাধা নেই, তাই ভারি ব্যাগপত্র, তাঁবু ইত্যাদি স্থানীয় সমিতি ঘরে রেখে আমরাও বের হলাম ‘রিংলট’ দাদাকে সঙ্গে নিয়ে।

article

মোহনীয় জলরাশির টাঙ্গুয়ার হাওর

সৌন্দর্যের লীলাভূমির অনেকাংশই দখল করে রেখেছে ৩৬০ আউলিয়ার দেশ সিলেট। পাহাড়-পর্বত, নদী-লেক, শহর-গ্রাম, সবুজ-নীল সবকিছু মিলিয়ে বাংলার অপরূপ সুন্দর স্থান এই সিলেট। আর সেই সিলেটের স্বর্গদ্বার টাঙ্গুয়ার হাওর।

article

ঘুরে আসি হাতিরঝিলে

হাতিরঝিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকেল, সন্ধ্যা বা রাতের সময়টায়। কেননা ঝিলের সৌন্দর্যবর্ধনে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় প্রস্রবণ, যা গোধূলিবেলার পর থেকে রংধনুর মতো বাহারি রঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে থাকে।

article

বগা লেক: প্রকৃতির রহস্যময় দান

প্রকৃতির রাজ্যে আর আদিম যুগে হারিয়ে যেতে চাইলে বগা লেক আপনার জন্য আদর্শ জায়গা। অল্প পরিশ্রমে পাহাড়, লেক, মেঘের রাজ্যে কাটানোর মতো একটি আদর্শ জায়গা বলা যায় এই বগা লেককে। বগা লেকের সৌন্দর্য, এর রহস্যময়তার জন্য ভ্রমণপিয়াসী মন বারবার এখানে ছুটে আসতে বাধ্য।

article

বান্দরবান ডায়রি: মেরাইথংয়ের ঝড়ে

খোলা জায়গায় আসতেই মনে হলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি সপাটে ধাক্কা মারল– প্রবল বাতাসের তোড়ে সামনে এগোনোই দায়। সেইসাথে গায়ে হুল ফোটানো মুষলধারে বৃষ্টি তো আছেই। এ যেন নেহায়েৎ বৃষ্টি নয়, বরং আকাশে থাকা কোনো অদৃশ্য মেশিনগানের ব্রাশফায়ার, মেঘনাদের অবিরাম বাণবর্ষণ কিংবা আবাবিল পাখির সেই ভয়ংকর নুড়ি-পাথর!

article

বান্দরবানের গহীনে: দেবতা পাহাড় ট্রেকিং ও আমিয়াখুম ভ্রমণ

যদি রোমাঞ্চের স্বাদ পেতে চান তবে আপনাকে চলে যেতে হবে বান্দরবানের পাহাড়ের গহীনে। রেমাক্রী- নাফাখুম- আমিয়াখুম রুট ট্রেকিং এ গেলে তবেই আপনি পাবেন প্রকৃতির আসল সান্নিধ্য।

article

দেবতাখুম: গহীন অরণ্যের মাঝে বিস্ময়

সুনসান নীরবতায় ঘেরা দেবতাখুম। পৃথিবীর সমস্ত নীরবতা যেন এখানে এসে জমা হয়েছে। প্রশান্তি নিয়ে ভেলায় শুয়ে তৃপ্তির ঘুম অসম্ভব কিছুই নয়।

article

End of Articles

No More Articles to Load