পৃথিবীর মোট অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যাবে যে চীনের ব্যবসায়িক অঞ্চল নিঃসন্দেহে অনেক বড় এবং প্রভাবশালী একটি বাজার। কোন কারণে যদি এই অঞ্চলের অর্থনৈতিক প্রবাহতে বাঁধা আসে, তাহলে এশিয়ার অন্যান্য অঞ্চলেও তার বড় ধরণের প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার বাণিজ্য যুদ্ধের কারণে সাংহাই, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া – এসব দেশের অর্থনৈতিক সূচকে বড় ধরণের পরিবর্তন এসেছে, আরও ভালো করে বললে বড় ধরণের ধস নেমেছে। এরকম চলতে থাকলে ভবিষ্যতে এশিয়ার এই অঞ্চলে কি ধরণের অবস্থার সৃষ্টি হবে সেটা সরাসরি বোঝা যাচ্ছে না, তবে এখানকার অর্থনীতিতে একটি বড় ধাক্কা লাগবে সেটা মোটামোটি নিশ্চিত। চীন এখন তাদের অর্থনীতিকে পুনরায় গোছানোর জন্য ইউরোপের দিকে যেভাবে বিনিয়োগ করছে এবং সেখানে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করছে তাতে কতটুকু লাভ হবে সেটা সময়ই বলে দিবে। কিন্তু চীনের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। দুই অঞ্চলের মধ্যেকার অর্থনৈতিক অবস্থা কতটুকু দৃঢ়তা লাভ করবে সেটা সামনের দিনগুলোই বলে দিবে।