দারা খসরুশাহী লন্ডন আদালতের বেঁধে দেয়া মাত্র পনেরো মাস সময়ে এসব কিছু আদৌ করতে পারবেন কিনা কিংবা পারলেও কতটুকু সফল হবেন, সেটা এখন দেখার বিষয়। তবে এটা ঠিক যে ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান হিসেবে উবার মানুষের দৈনন্দিন ব্যবহার্য সেবায় পরিণত হয়েছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে। নিজেদের বিশ্বস্ততা ধরে রাখতে হলে জনসাধারণের নিরাপত্তা এবং তাদের সন্তুষ্টিকে সর্বচ্চো অগ্রাধিকার দিয়ে তাদেরকে ব্যবসায়িক দিকনির্দেশনা ঠিক করতে হবে। না হলে একটু একটু করে বিশ্বস্ততা হারাতে থাকলে এক সময় উবার নিজের জনপ্রিয়তা হারাতে পারে। কারণ বাজারে উবারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও প্রতিষ্ঠান আছে, যারা এই সুযোগটি কাজে লাগাতে চাবে।