অভিবাসীদের নিয়ে ইউরোপিয়ান দেশগুলোর সমস্যা আরও প্রকট
উরোপে ঢুকতে বাঁধা দেয়ার জন্য ইউরোপের বর্ডারে ইইউ নিরাপত্তাকর্মীদের দরকার পড়বে। শুধুমাত্র ইউনিয়ন নিজে থেকে দায়িত্ব নিয়ে সীমান্ত পাহারায় জোর দিতে পারবে, বিশেষ করে ইউরোপের দক্ষিণ দিকের কয়েক হাজার মাইল সমুদ্র উপকূলে এই নিরাপত্তা আরও বেশী জোরদার করতে হবে। সেজন্য ইউরোপিয়ান ইউনিয়নকে আরও কঠোর হবে বলে মনে করা হচ্ছে। তবে অভিবাসননীতি নিয়ে জলদি যদি কোন সিদ্ধান্তে না আসা যায় তাহলে এখান থেকেই ইউরোপিয়ান ইউনিয়নের শেষের শুরু, সেটা ধরে নেয়া যেতে পারে ।