মিল্কি ওয়ের বাইরে আবিষ্কার হলো প্রথম গ্রহ

  • গবেষকরা প্রথমবারের মতো মিল্কি ওয়ে ছায়াপথের বাইরেও গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেছেন।
  • ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের বিজানীরা এ আবিষ্কার সম্পর্কে অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটারস-এ বিশদভাবে লিখেছেন।
  • কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা গ্রহগুলো খুঁজতে মাইক্রোলেন্সিং নামে বিশেষ এক পদ্ধতি ব্যবহার করেছেন।

তাদের অবস্থান আমাদের ছায়াপথের বাইরে। এদের ভর চাঁদ ও বৃহস্পতি গ্রহের ভরের মাঝামাঝি। আমাদের ছায়াপথের বাইরেও যে গ্রহ আছে তা পুরোপুরিভাবে নিশ্চিত হলো। ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনয়ু দাই এক প্রেস রিলিজে জানান, “আমরা এ আবিষ্কার নিয়ে বেশ উৎফুল্ল। এই প্রথম আমাদের ছায়াপথের বাইরে কেউ গ্রহ আবিষ্কার করলো।”

ছায়াপথ মিল্কি ওয়ে, Source: National Geographic Kids

মাইক্রোলেন্সিং প্রভাবের দ্বারা তারা এ গ্রহগুলো সম্পর্কে নিশ্চিত হন। বর্তমানে বিদ্যমান টেলিস্কোপ প্রযুক্তি ব্যবহার করে নতুন এই গ্রহগুলো পর্বেক্ষণ করা প্রায় অসম্ভব। সেজন্যই মাইক্রোলেন্সিং পদ্ধতির সাহায্য নেয়া।

এর সাথে সংশ্লিষ্ট গবেষক বলেন, ” গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৩৮০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। এদেরকে সরাসরি পর্যবেক্ষণ করার সামান্যতম সুযোগ নেই। এমনকি বৈজ্ঞানিক কল্পকাহিনীর সবচেয়ে ভালো টেলিস্কোপ দিয়েও না। তারপরেও জ্যোতির্বিজ্ঞানের কিছু কৌশল ব্যবহার করে আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। এমনকি এদের সম্ভাব্য ভর সম্পর্কেও জানতে পারবো।”

এ ধরনের আবিষ্কার ভবিষ্যতে গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করে। মহাবিশ্ব সম্পর্কে মানুষ যত ভালোভাবে জানতে পারবে, পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, সৌরজগৎ কীভাবে সৃষ্টি হলো এবং কেন এই গ্রহে বুদ্ধিমান প্রাণীর আবির্ভাব হলো তা ততো ভালো করে বোঝা সম্ভব হবে। এ আবিষ্কারের ফলে আমাদের ছায়াপথের বাইরেও বিজ্ঞানীদের এসব মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

ফিচার ইমেজ: NBC News

Related Articles

Exit mobile version