গ্রাজুয়েশনের পর কী করব, এ চিন্তা কমবেশি সবারই! সঠিক দিকনির্দেশনার অভাবে চাকরি খোঁজা হয়ে ওঠে আরও কঠিন। চাকরি পেলেও সবসময় সেটা আমাদের পছন্দের ফিল্ড নাও হতে পারে। এমন অবস্থায় ঠিক কী করা উচিৎ তা জানা থাকে না অনেকেরই। দেশের তরুণদের দরকার একজন রোলমডেল, একজন মেন্টর, যার কাছ থেকে পাওয়া যাবে সঠিক দিকনির্দেশনা।
বিভিন্ন পেশার সফল মানুষগুলোর কাছ থেকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানা যাচ্ছে, জানা যাচ্ছে তাদের সফলতার গল্প, যা অনুপ্রেরণা যোগাবে তরুণদের মাঝে! ঠিক এরকমই এক চিন্তা থেকে বাংলাদেশের তরুণ সমাজকে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা তৈরি করার লক্ষ্যে রুবায়েত আর আর (সেলস, লার্নিং এবং মেন্টরিং প্ল্যাটফর্ম) নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রেপ্রেনিউর সোসাইটির সাথে যৌথ উদ্যোগে শুরু করেছে একটি ওয়েবিনার সিরিজ।
এস্কেলেট নামের অনলাইন ইয়ুথ ডেভেলপমেন্ট সামিটে পৃথিবীর নানা প্রান্ত থেকে নিজ নিজ ক্ষেত্রে সফল তরুণরা যুক্ত হয়ে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করছেন। এস্কেলেটের ভিশন হল বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা তরুণদের সংযুক্ত করে তাদের ক্যারিয়ার, প্রোফেশনাল এবং ব্যক্তিগত ডিসিশন মেকিংয়ে সহায়তা করা- যাতে করে আমাদের তরুণরা প্রেরণা পায় সামনের দিকে এগিয়ে যাবার।
এখন পর্যন্ত এস্কেলেটের ছয়টি পর্বে অংশ নিয়েছেন গুগল, ফেসবুক, আর্নস্ট অ্যান্ড ইয়াং, বি এ টি, প্রটিভিটি, ইউনিলিভার, ইউনিভার্সিটি অফ টরন্টোসহ পৃথিবীর বেশ কিছু প্রসিদ্ধ প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত সফল বাংলাদেশী তরুণেরা। তারা তাদের অভিজ্ঞতার আলোকে জীবনমুখী ক্যারিয়ার গঠন এবং আদর্শিক সফলতার ব্যাপারে তরুণদের দিকনির্দেশনা দিয়েছেন।
ইয়েসের প্রেসিডেন্ট আবিদ হোসেন বলেন, এস্কেলেটের মূল উদ্দেশ্য হলো তরুণদের জ্ঞান অর্জনের পথকে সুগম করা, নিজের ক্ষমতাকে অনুধাবন করতে শেখানো ও তাদের আত্মিক উন্নয়নে সাহায্য করা। যে কেউ যেকোনো প্রান্ত থেকে যোগ দিতে পারবেন এ ওয়েবিনারে, যুক্ত হতে লাগছে না কোনো ফি।
রুবায়েত আর আর (সেলস, লার্নিং, মেন্টরিং প্লাটফর্ম) এর প্রতিষ্ঠাতা রুবায়েত রায়হান এস্কেলেটের সাথে তার সংযুক্তিকে তরুণ উন্নয়নে কাজ করার একটি মাইলস্টোন হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণেরা বাস্তব জ্ঞানার্জনের পাশাপাশি তাদের নিজেদের জন্য দারুণ নেটওয়ার্ক তৈরি করতে পারবেন যা তাদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
এস্কেলেট প্রথম সিজনের ফাইনাল এপিসোড অনুষ্ঠিত হবে ৪ জুলাই। এনএসইউ ইয়েসের ফেসবুক পেজ থেকে লাইভ প্রচারিত হবে পর্বটি এবং আগের পর্বগুলো দেখে নিতে পারেন সেখানেই।