মাশরাফির রেকর্ড ভাঙা-গড়ার খেলায় পার্শ্বনায়ক নাফীস-শান্ত

  • অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে চার বলে চার উইকেট শিকার করেন মাশরাফি বিন মোর্ত্তজা।
  • লিস্ট-এ ক্রিকেটে এই কীর্তি রয়েছে মাত্র আটজন বোলারের।
  • ক্যারিয়ারের ২৫০তম লিস্ট-এ ম্যাচ খেলেন মাশরাফি।
  • আব্দুর রাজ্জাকের পর লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসাবে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি।
  • ডিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন তিনি।

৩৪ বছর বয়সী মাশরাফি বিন মোর্ত্তজা গত বছর যখন টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ডাক দিয়েছিলেন, তখন অনেকেই মাশরাফির শেষ দেখে ফেলেছিলেন। বারবার নতুন উদ্যমে ফিরে আসা মাশরাফি এখনও দেশের সেরা পেসার যে সেটা চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচেই প্রমাণ করে যাচ্ছেন। ‘নড়াইল এক্সপ্রেস’ বোলিং করছেন উনিশ বছরের তরুণের মতো। ডিপিএলে তার দুর্দান্ত বোলিংয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক মানের ব্যাটসম্যানরা সকাল-বিকাল কুপোকাত হচ্ছেন।

এখনও দুরন্ত গতিতে ছুটে চলছেন মাশরাফি; Source – AFP

ডিপিএলে অষ্টম রাউন্ডে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক সহ ছয় উইকেট শিকার করে আবাহনীকে জয় উপহার দিয়েছেন মাশরাফি। শান্তর ১৩৩ রানের উপর ভর করে আবাহনী ২৯১ রানের লক্ষ্যে ছুঁড়ে দেয় অগ্রণী ব্যাংককে। ব্যাট করতে নেমে বেশ ভালোভাবেই জবাব দিচ্ছিলো অগ্রণী ব্যাংক। শাহরিয়ার নাফিসের শতকের উপর ভর করে একপর্যায়ে অগ্রণী ব্যাংকের রান ছিলো ৪১ ওভারে দুই উইকেটে ২০৯ রান।

শাহরিয়ার নাফিস ১২১ রান করে মাশরাফির শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়লেও দলকে জয়ের পথে রাখেন ধীমান ঘোষ। ধীমান ঘোষের ২৭ বলে চারটি চার এবং দুটি ছয়ের মারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অগ্রণী ব্যাংককে জয়ের স্বপ্ন দেখান।। শেষ ওভারে অগ্রণী ব্যাংকের জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিলো। মাশরাফির করা শেষ ওভারের প্রথম বলে রাজ্জাক এক রান নিয়ে ধীমানকে স্ট্রাইক দেন। এরপর থেকেই শুরু হয় মাশরাফির আগুন ঝরানো বোলিং। একটানা চার বলে চার উইকেট শিকার করে আবাহনীকে ১১ রানের জয় এনে দেন।

অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৪৪ রানের বিনিময়ে ছয় উইকেট শিকার করেছেন তিনি। এখন পর্যন্ত ডিপিএলের চলতি আসরে আট ম্যাচে মাত্র ১১.৯২ বোলিং গড়ে ২৫ উইকেট শিকার করেছেন মাশরাফি। ইনিংসে দুইবার চার উইকেট এবং পাঁচ উইকেট শিকার করেছেন।

লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ৩৫০ উইকেট শিকার করলেন মাশরাফি; Source – AFP

মাশরাফির আগে লিস্ট-এ ক্রিকেটে ডাবল হ্যাটট্রিক করেছেন মোট সাতজন বোলার। তারা হলেন অ্যালান ওয়ার্ড, শন পোলক, ভাসবার্ট ড্রেকস, লাসিথ মালিঙ্গা, ডেভিড পেইন, গ্রাহাম নেপিয়ার এবং শ্রীকান্ত মুন্ধে।

জাহিদ জাভেদের উইকেট শিকার করে লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসাবে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি এখন পর্যন্ত ২৫০টি লিস্ট-এ ম্যাচে ৩৫৪ উইকেট শিকার করেছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তার উপরে আছে শুধুমাত্র আব্দুর রাজ্জাক। তিনি ২৫৮ ম্যাচে ৩৮৬ উইকেট শিকার করেছেন।

ফিচার ইমেজ – Twitter

Related Articles

Exit mobile version