- বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসের কোচ দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
- পরবর্তী দুই মৌসুমে রাজশাহী কিংসের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে এই নিয়ে চারটি দলের প্রধান কোচের দায়িত্বে আছেন ভেট্টোরি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী ২০১৮ এবং ২০১৯ মৌসুমে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এই চুক্তির মধ্য দিয়ে ভেট্টোরি প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করবেন।
রাজশাহী কিংসের সিইউ বলেন, টি-টুয়েন্টিতে ড্যানিয়েল ভেট্টোরি বিশেষজ্ঞ কোচ। তিনি শুধুমাত্র দলকে সহায়তা করবেন না। তার কাছ থেকে স্থানীয় তরুণ ক্রিকেটাররা শিখে দুর্দান্ত এই ফরম্যাটে কাজে লাগাবেন।
এর আগে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সরওয়ার ইমরান।
রাজশাহী কিংস ছাড়াও বর্তমানে আরও তিনটি টি-টুয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করছেন ৩৯ বছর বয়সী ড্যানিয়েল ভেট্টোরি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্রিসবেন হিট এবং ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্বে নিযুক্ত আছেন তিনি।
ড্যানিয়ের ভেট্টোরির অধীনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ২০১৬ সালের আইপিএলে তাদের সেরা সাফল্য পেয়েছিল। তার নির্দেশনায় টি-টুয়েন্টি ব্লাস্টে ২০১৬ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মিডলসেক্স। ২০০৮ সালে শিরোপা জয়ের পর আর কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি মিডলসেক্স।
২০১৬-১৭ মৌসুমে তার অধীনে ব্রিসবেন হিটও সেমিফাইনালে কোয়ালিফাই করেছিলো।
বিপিএলের ২০১৬ সালের রানার্স আপ হওয়া রাজশাহী কিংস গত মৌসুমে ১২ ম্যাচে চার জয় নিয়ে শেষদিক থেকে দ্বিতীয় হয়েছিলো।
ড্যানিয়েল ভেট্টোরির অধীনে রাজশাহী কিংসের ভাগ্য বদলায় কিনা সেটা সময়ই বলে দেবে।
ফিচার ইমেজ: espncricinfo.com