বেন স্টোকসের ফিরতি ম্যাচে টেইলরের শতকে নিউজিল্যান্ডের জয়

  • পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন বেন স্টোকস। নিজের ফিরতি ম্যাচে মাত্র ১২ রান করে আউট হন তিনি।
  • রস টেইলর এবং টম ল্যাথাম চতুর্থ উইকেট জুটিতে ১৭৮ রান যোগ করেন।
  • রস টেইলরের ১৮তম শতকের উপর ভর করে ইংল্যান্ডকে তিন উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড।
  • বল হাতে দুই উইকেট শিকারের পর ঝোড়ো ৪৫* রানের ইনিংস খেলেন মিচেল স্যান্টনার।

হ্যামিল্টনের সেডন পার্কে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারী ইংল্যান্ড। ইংল্যান্ডের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য একসময় নিউজিল্যান্ডের কাছে আকাশছোঁয়া মনে হয়।

টি-টুয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা কলিন মুনরো ছয় রান, মার্টিন গাপটিল ১৩ রান এবং অধিনায়ক কেন উইলিয়ামসন মাত্র আট রান করে সাজঘরে ফিরে গেলে নিউজিল্যান্ড মাত্র ২৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম শতক হাঁকান রস টেইলর; Source: Getty Images

ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে নিউজিল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রস টেইলর এবং টম ল্যাথাম। উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথামের সাথে চতুর্থ উইকেট জুটিতে ১৭৮ রান যোগ করে কিউইদের জয়ের পথে রাখেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

ইনিংসের ৪০তম ওভারের শেষ বলে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা বেন স্টোকসের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮৪ বলে ৭৯ রান করা ল্যাথাম। পরের ওভারে রানের খাতা খোলার আগেই হেনরি নিকোলাসকে আউট করেন কুরান। ৪২তম ওভারের ৫ম বলে দুই রান করা গ্রান্ডহোমকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান স্টোকস।

দ্রুত তিন উইকেট হারিয়ে তিন উইকেটে ২০৫ করা নিউজিল্যান্ড ২১৫ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে। জয়ের স্বপ্ন দেখতে থাকা নিউজিল্যান্ড কিছুটা হোঁচট খেলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি। ৭ম উইকেট জুটিতে রস টেইলরের সাথে ২৪ বলে ২৯ রান এবং ৮ম উইকেট জুটিতে সাউদির সাথে মাত্র ২১ বলে অবিচ্ছিন্ন ৪৩* রান যোগ করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। রস টেইলর ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম শতক হাঁকিয়ে ১১৬ বলে ১২টি চারের মারে ১১৩ রান করে ফিরে গেলেও মাত্র ২৭ বলে দুটি চার এবং চারটি ছয়ের মারে ৪৫* রান করে অপরাজিত থাকেন।

৪৫* রানের ঝোড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন স্যান্টনার; Source: Getty Images

এর আগে হ্যামিল্টনে সেডন পার্কে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ওপেনার বেয়ারস্টো ১৩ বলে মাত্র চার রান করে বোল্টের শিকারে পরিণত হন। দ্বিতীয় উইকেট জুটিতে রুট এবং রয় ১৪ ওভারে ৭৯ রান যোগ করে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান।

৪৯ রান করা রয়কে এবং ১২ রান করা স্টোকসকে ফিরিয়ে ইংল্যান্ডের রানের গতি থামান স্যান্টনার। জো রুটের ৭৫ বলে ৭১ রান এবং জস বাটলারের ৬৫ বলে ৭৯ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার এবং ইশ সোধি দুটি করে উইকেট শিকার করেন। কলিন মুনরো পেয়েছেন এক উইকেট।

ফিচার ইমেজ – Getty Images

Related Articles

Exit mobile version