জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে গুয়াতেমালা!

গুয়াতেমালা তাদের ইসরায়েলস্থ দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস গতকাল রবিবার জানিয়েছেন, তিনি দেশটির ইসরায়েলস্থ দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। গতকাল তার ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পরই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

Querido pueblo de Guatemala, hoy he conversado con el Primer Ministro de Israel, Benjamin Netanyahu. Hablamos de las…

Posted by Jimmy Morales on 24 डिसेंबर 2017

চলুন জেনে নিই এ সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য তথ্য

  • গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম অখন্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি একইসাথে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন।
  • যুক্তরাষ্ট্রই ছিল বিশ্বের প্রথম রাষ্ট্র, যারা এরকম বিতর্কিত একটি সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রচন্ড নিন্দার মুখোমুখি হয়। গত ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।
  • এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও একইরকম একটি প্রস্তাবের পক্ষে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টি রাষ্ট্রই ভোট দিয়েছিল, কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা বাতিল হয়ে যায়। অন্যদিকে সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবনাটি  পাশ হলেও তা ‘নন বাইন্ডিং’, অর্থাৎ রাষ্ট্রগুলো তা মানতে বাধ্য নয়।
  • সাধারণ পরিষদে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা বাতিল করার প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি রাষ্ট্র, ভোটদান থেকে বিরত থাকে ৩৫টি রাষ্ট্র, আর বিপক্ষে ভোট দেয় মাত্র ৯টি রাষ্ট্র। গুয়াতেমালা ছিল ঐ ৯টি রাষ্ট্রের একটি।

নেতানিয়াহুর সাথে জিমি মোরালেস; Source: GPO

  • গুয়াতেমালাই যুক্তরাষ্ট্রের পর প্রথম কোনো রাষ্ট্র, যারা জাতিসংঘের সিদ্ধান্ত এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে অবৈধভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকার করে নিল।
  • উল্লেখ্য, গুয়াতেমালা আর্থিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বে প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি হুমকি দিয়েছিলেন, যে সকল রাষ্ট্র তাদের বিপক্ষে ভোট দেবে, তাদের নাম লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা বন্ধ করে দেওয়া হবে।
  • প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিলেও নির্দিষ্ট কোনো দিন-তারিখ নির্ধারণ করেননি। গুয়াতেমালার প্রেসিডেন্টও তার পথ অনুসরণ করে দিন-তারিখ নির্ধারণ করা ছাড়াই দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন।
  • উল্লেখ্য, ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদ সহ বৃহত্তর হারাম শরিফ অবস্থিত, সেটি দখলকৃত ভূমি। ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে তা অবৈধভাবে দখল করে রেখেছে।
  • জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে যে দ্বিরাষ্ট্রনীতিকে গুরুত্ব দিয়ে থাকে, তার আওতায় পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অধিকারভুক্ত বলে মেনে নেওয়া হয়। ফিলিস্তিনিরাও পূর্ব জেরুজালেমকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।

ফিচার ইমেজ- Haim Zach/ GPO

Related Articles

Exit mobile version