ফ্লোরিডায় স্কুল শিক্ষার্থীদের ওপর রক্তাক্ত হামলার পরেও আগ্নেয়াস্ত্রের ওপরে নিষেধাজ্ঞা আরোপে সম্মত নয় এনআরএ। এনআরএ তথা ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় গান লবিস্ট গ্রুপ।
এমন সময়ে এনআরএ তাদের মতামত জানালো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আগ্নেয়াস্ত্রের ওপরে কিছু মাত্রায় নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সম্মত হয়েছেন বলে খবর বেরিয়েছে।
এনআরএ এর একজন মুখপাত্র, ডানা লোয়েশ এর উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ জানায়, এনআরএ আগ্নেয়াস্ত্র বিক্রয় বা বহন করবার ব্যাপারে কোনোরকম নিষেধাজ্ঞা সমর্থন করে না। ফ্লোরিডার দুর্ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে মূল কারণ বলে মনে করছে এনআরএ।
তাদের এ দাবির সপক্ষে কিছু যুক্তিও আছে। ফ্লোরিডার স্কুলে যখন গুলিবর্ষণের ঘটনা ঘটছিল তখন ঐ স্কুলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ অফিসার কিছুই করেননি বলে অভিযোগ আছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এখন আগ্নেয়াস্ত্রের ওপরে অল্প বিস্তর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কথা বলা শুরু করেছেন। তার দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে আছে শিক্ষকদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া, ১৮-২১ বছর বয়সীদের কাছে অস্ত্র বিক্রয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা এবং গ্রাহকের পূর্ব ইতিহাস যাচাই বাছাই করা।
কাজেই বলা চলে, এনআরএ আর প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে কিছুটা মুখোমুখি অবস্থানে রয়েছেন। উল্লেখ্য, নির্বাচনের সময় ট্রাম্পকে সমর্থন যুগিয়েছিলো এনআরএ। তিনি নিজেও আগ্নেয়াস্ত্রের ওপরে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে ছিলেন।
কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক গোলাগুলির ঘটনায় পরিস্থিতি পাল্টে গিয়েছে। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি নিকোলাস ক্রুজ নামের এক প্রাক্তন ছাত্র ফ্লোরিডার স্টনম্যান ডগলাস হাই স্কুলে গুলিবর্ষণ করলে ১৭ জন নিহত হয়। এরপরে আমেরিকা জুড়ে আবারো যথেচ্ছ আগ্নেয়াস্ত্র বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করবার দাবি উঠেছে। বিশ্বে মাথাপিছু আগ্নেয়াস্ত্রের সংখ্যা বিচারে যুক্তরাষ্ট্র শীর্ষে। সেখানে প্রতি ১০০ জন মানুষের বিপরীতে ১০১টি করে আগ্নেয়াস্ত্র আছে।
ছবিসূত্র: Quartz