পুনরায় শুরু হলো যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম

গত সোমবার কংগ্রেসে স্বল্পমেয়াদী এক বিল পাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় শুরু হলো। পরবর্তীতে রিপাবলিকানদের অবৈধ অভিবাসী নিয়ে ভবিষ্যতে আলোচনা করার প্রতিশ্রুতিতে আস্থা রেখে ডেমোক্র্যাটরা এ বিলের পক্ষে ভোট দেন। এর ফলে গত তিন দিনে ধরে চলে আসা অচলাবস্থার অবসান ঘটে।

অক্টোবরের পর থেকে হওয়া চতুর্থ অস্থায়ী বিলটি খুব সহজেই সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এ পাশ হয়ে যায়। সিনেট নেতাদের আপোসের ফলস্বরূপ এ বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সন্ধ্যায় স্বাক্ষর করেন। এ কারণে মঙ্গলবার থেকে সকল সরকারি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পথ খুলে যায় এবং অন্তত ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত তা চলতে থাকবে বলে আশা করা যায়। এর মাঝে রিপাবলিকান দ্বারা পরিচালিত কংগ্রেসকে বাজেট ও অভিবাসী নীতি পুনর্বিবেচনা করতে হবে।

কংগ্রেস; Source: WABC-TV

  • বিলটি সিনেটে ৮১-১৮ ভোট পেয়ে পাশ হয় এবং এরপর হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এ ২৬৬-১৫০ ভোটে অনুমোদিত হয়। ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানান, “আজকে আমরা সরকার পুনরায় চালু করার জন্য ভোট দিবো।” তিনি আরও জানান, তিনি ও রিপাবলিকান নেতা ম্যাককনেল একটি সমঝোতায় এসেছেন।
  • ট্রাম্প গত শুক্রবার চাক শুমারের সাথে আপোসে আসতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। কাল স্বল্পমেয়াদী এ বিল পাশের পর ট্রাম্প বলেছেন, “আমি আনন্দিত যে, কংগ্রেসের ডেমোক্র্যাটদের বোধদয় হয়েছে। আমরা অভিবাসী দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করবো শুধুমাত্র যদি তা দেশের স্বার্থ বয়ে আনে।
  • কংগ্রেস অক্টোবরের ১ তারিখের মাঝে পূর্ণস্কেল বাজেট অনুমোদিত করতে ব্যর্থ হলে কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প মার্চের মাঝে ‘ড্রিমারস’ নামে ওবামা যুগের তরুণ অভিবাসীদের আইনগত সুরক্ষা শেষ করার আদেশ দিলে অভিবাসী নীতি ও বাজেট একসাথে জট পাকিয়ে যায়।
  • বাজেটে ব্যর্থতার কারণে কংগ্রেসকে কিছু অস্থায়ী তহবিলের ব্যবস্থা করতে হয়। বিল অনুমোদনের জন্য ৬০টি ভোটের প্রয়োজন হলেও রিপাবলিকানদের কাছে ৫১টি ভোট রয়েছে। তাই তাদের ডেমোক্র্যাটদের ভোটেরও প্রয়োজন হয়।

ফিচার ইমেজ: abc7NY

Related Articles

Exit mobile version