গত সোমবার কংগ্রেসে স্বল্পমেয়াদী এক বিল পাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় শুরু হলো। পরবর্তীতে রিপাবলিকানদের অবৈধ অভিবাসী নিয়ে ভবিষ্যতে আলোচনা করার প্রতিশ্রুতিতে আস্থা রেখে ডেমোক্র্যাটরা এ বিলের পক্ষে ভোট দেন। এর ফলে গত তিন দিনে ধরে চলে আসা অচলাবস্থার অবসান ঘটে।
অক্টোবরের পর থেকে হওয়া চতুর্থ অস্থায়ী বিলটি খুব সহজেই সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এ পাশ হয়ে যায়। সিনেট নেতাদের আপোসের ফলস্বরূপ এ বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সন্ধ্যায় স্বাক্ষর করেন। এ কারণে মঙ্গলবার থেকে সকল সরকারি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পথ খুলে যায় এবং অন্তত ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত তা চলতে থাকবে বলে আশা করা যায়। এর মাঝে রিপাবলিকান দ্বারা পরিচালিত কংগ্রেসকে বাজেট ও অভিবাসী নীতি পুনর্বিবেচনা করতে হবে।
- বিলটি সিনেটে ৮১-১৮ ভোট পেয়ে পাশ হয় এবং এরপর হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এ ২৬৬-১৫০ ভোটে অনুমোদিত হয়। ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানান, “আজকে আমরা সরকার পুনরায় চালু করার জন্য ভোট দিবো।” তিনি আরও জানান, তিনি ও রিপাবলিকান নেতা ম্যাককনেল একটি সমঝোতায় এসেছেন।
- ট্রাম্প গত শুক্রবার চাক শুমারের সাথে আপোসে আসতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। কাল স্বল্পমেয়াদী এ বিল পাশের পর ট্রাম্প বলেছেন, “আমি আনন্দিত যে, কংগ্রেসের ডেমোক্র্যাটদের বোধদয় হয়েছে। আমরা অভিবাসী দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করবো শুধুমাত্র যদি তা দেশের স্বার্থ বয়ে আনে।“
- কংগ্রেস অক্টোবরের ১ তারিখের মাঝে পূর্ণস্কেল বাজেট অনুমোদিত করতে ব্যর্থ হলে কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প মার্চের মাঝে ‘ড্রিমারস’ নামে ওবামা যুগের তরুণ অভিবাসীদের আইনগত সুরক্ষা শেষ করার আদেশ দিলে অভিবাসী নীতি ও বাজেট একসাথে জট পাকিয়ে যায়।
- বাজেটে ব্যর্থতার কারণে কংগ্রেসকে কিছু অস্থায়ী তহবিলের ব্যবস্থা করতে হয়। বিল অনুমোদনের জন্য ৬০টি ভোটের প্রয়োজন হলেও রিপাবলিকানদের কাছে ৫১টি ভোট রয়েছে। তাই তাদের ডেমোক্র্যাটদের ভোটেরও প্রয়োজন হয়।
ফিচার ইমেজ: abc7NY