সোমালিয়া যেভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো (১ম পর্ব)
সোমালিয়া নামে যে ভূখণ্ডকে চিনি তা প্রাচীন আমলে অর্জন করেছিল দারুণ প্রসিদ্ধি। খোদ ফারাওদের মিশরে এই সোমালিয়া থেকে রপ্তানি হত সোনা, হাঁতির দাঁত এবং পশুপাল। সোমালিয়ার দরবেশের দল ব্রিটিশদেরকে চার-চারবার পর্যদুস্ত করেছে ঊনিশ শতকের শেষাংশে। ইতালী ও ব্রিটেন সোমালিয়াকে দু’ভাগে ভাগ করে নেওয়ার পরেও প্রাচীন সব স্থাপনা, সুরম্য মসজিদ এবং সমৃদ্ধির জোরে রাজধানী মোগাদিসু অর্জন করেছিল ‘আফ্রিকার মুক্তো’ খেতাব। সব আজ অতীত।