ইতালির সমৃদ্ধ ইতিহাস তাদের প্রতিটি শহর ঘিরেই। রোম, ফ্লোরেন্স, ভেনিস কিংবা পার্মা সবগুলো শহরই শিল্প সংস্কৃতির আতুড় ঘর। তবে ৯০ এর দশকের দিকে পার্মা শহরটি অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধ হয়ে উঠলেও একই সময়ে ফুটবলের জগতেও পার্মার উত্থান। ক্যাম্পানিলিসমো; যার শাব্দিক অর্থ শহরপ্রীতি। সবচেয়ে বেশি দেখা যেতো পার্মার মানুষদের মধ্যেই। নিজেদের স্থান বা ঐতিহ্য নিয়ে বরাবরই গর্ববোধ করে পার্মার বাসিন্দারা। তবে ফুটবলের বিচারে সেইসময় ঢের পিছিয়ে পার্মা। জুভেন্টাস, মিলান, রোমাদের তুলনায় পার্মা নিতান্তই সাধারণ ক্লাব। তবে পার্মার বাসিন্দাদের আরেকটু গর্ব করার সুযোগ দিতেই ৯০ এর দশকে সবাইকে চমকে দিয়ে ক্লাব পার্মারও উত্থান।