খান-ই-খানান বৈরাম খান: অভিভাবক থেকে বিদ্রোহী হয়ে ওঠার গল্প
যদিও বৈরাম খানকে পদচ্যুত করার সিদ্ধান্তটা নিয়েছিলেন আকবরই, তবে আকবরকে সিদ্ধান্তটি নিতে প্ররোচনা দিয়েছিলো আকবররেই ঘনিষ্ঠ কিছু লোকজন। প্রাসাদ ষড়যন্ত্রের এই শিকড়টা ছিলো অনেক গভীরে। এই ষড়যন্ত্র বৈরাম খানকে তো ধ্বংস করবেই, সেই সাথে খোদ আকবরকেই গিলে খেতে চেষ্টা করবে!