সময়টি নভেম্বর মাস, ১৯১৩ সাল। সান ফ্রান্সিসকো শহরের হিলটপে নতুন গড়ে ওঠা একটি সংগঠন, যারা মূলত ভারতীয়, তাদের দ্বারা গড়ে ওঠে একটি নতুন চেতনা এবং আশ্বাস। এই চেতনাধারী মানুষদের সংগঠনের নাম হলো ঘাদার পার্টি। এই ১৯১৩ সালেই সান ফ্রান্সিসকোতে গড়ে ওঠে তাদের শত্রুদের বিরুদ্ধে মোকাবেলার প্রস্তুতি এবং নতুন প্রতীক। এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ঘাদার বিপ্লবীদের।
ঘাদার পার্টি বলতে মূলত বোঝায় ভারতীয় বা ভারতবাসীদের দ্বারা গড়ে ওঠা বিপ্লবী সংগঠন এবং এই সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত হিন্দু, মুসলিম এবং শিখ ধর্মাবলম্বীদের, যাদের উদ্দেশ্য হলো উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অর্থাৎ উপনিবেশবাদের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রামী বাহিনী, যেখানে উপনিবেশের ধারণা ও বহির্বিশ্বের ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।