এবার কি সাকিব মূল্য পাবেন?
পরিসংখ্যান বহু আগে হতেই তো বলছিলো, সাকিব আল হাসান সর্বকালের সেরা হবার সব যোগ্যতাই পূরণ করেছেন৷ বড় মঞ্চকে আলোকিত না করতে পারার ব্যর্থতাও ঘুচিয়ে দিয়েছেন ২০১৯ বিশ্বকাপে।
সাকিব আল হাসান এবারে তাই প্রাপ্য শ্রদ্ধাটুকু আশা করতেই পারেন৷ এরপরেও যদি বিশ্ব দ্বিধান্বিত থাকে, সাকিবের মনে প্রশ্ন জাগতেই পারে, ‘আর কি করতে হবে!’