- মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাংশে গত শুক্রবার ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে।
- ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু ঘটে।
ইউএস জিওলোজিকাল সার্ভে জানায়, শক্তিশালী ভূমিকম্পটির এপিসেন্টার ছিলো ওয়াক্সাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস এর কাছাকছি এবং ভূপৃষ্ঠের ২৪.৬ কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পের পরে অভ্যন্তরীণ মন্ত্রী আলফনসো নাভারেত ও ওয়াক্সাকার গভর্নর আলেহান্দ্রো মুরাত হেলিকপ্টারে করে ক্ষয়ক্ষতি দেখতে বের হলে তাদের হেলিকপ্টার ধ্বসে ১৪ জন নিহত হয়। তবে মন্ত্রী ও গভর্নর উভয়েই বেঁচে রয়েছেন।
শক্তিশালী এ ভূমিকম্পের পরে আরও ২২৫টি আফটারশক দেখা দেয়। ভূ-কম্পন অনুভূত হওয়ার আগে মেক্সিকো সিটির সিসমিক অ্যালার্ম ৭২ সেকেন্ডের মতো বাজে, যার ফলে শহরবাসী রাস্তায় বেরিয়ে আসার সময় পায়।
মেক্সিকো সিটিতে উঁচু দালানগুলো এক মিনিটের মতো সময় ধরে আন্দোলিত হতে থাকে। হাজার হাজার মানুষকে দালান ছেড়ে বাইরে বের হয়ে আসতে দেখা যায়। তাদের কেউ কেউ কাঁদছিলেন এবং ভয়ে একে অপরকে আলিঙ্গন করছিলেন। কিছু কিছু দালানের প্লাস্টারে ফাটল দেখা দেয়। শহরটিতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শহরটির দক্ষিণে অবস্থিত আগ্নেয়গিরি থেকে প্রায় এক কিলোমিটার উঁচু ভস্ম দেখা যায়। মেক্সিকো সিটি ছাড়াও আরও চারটি শহরে কর্তৃপক্ষ সতর্ক অবস্থা জারি করে।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের মাঝে ওয়াক্সাকার শহর জামিল্টেপেক এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির নাগরিক সংরক্ষণ সংস্থা জানায়, একটি গির্জা ও সরকারি ভবনসহ ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ও পার্শ্ববর্তী শহর পুটলা ভিলা ডি গুয়েরেরোতে হাসপাতাল থেকে রোগীদের অপসারণ করা হয়। এছাড়াও রাস্তায় দুটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংঘর্ষে আগুন লেগে যায়। ওয়াক্সাকায় প্রায় এক লক্ষ মানুষ বিদ্যুৎ সংযোগ ছাড়া রয়েছে এখন।
গতকালের ভূমিকম্পের পরে মেক্সিকো সিটির একজন বাসিন্দা বলেন, “আমরা সেপ্টেম্বরের পরে এত ভয় আর পাইনি।” অপর একজন জানান, “এটি চিন্তা করা খুব ভীতিকর যে আপনার বাড়ি যেকোনো সময়ে আপনার উপর ভেঙে পড়তে পারে।”
মেক্সিকো ভূমিকম্পের দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি সক্রিয় অঞ্চলগুলোর একটি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু তিনটি টেকটোনিক প্লেটের উপর অবস্থিত। গত বছর সেপ্টেম্বরে দুটি ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে শত শত লোক মারা যায়।
ফিচার ইমেজ: Ahmad Ali JetPlane – WordPress.com