কেন এবার দর্শক নেই চট্টগ্রাম স্টেডিয়ামে?
চট্টগ্রামে বিস্ময় হয়ে থাকল অন্য কিছু। শুরু থেকেই দেখা গেল, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের গ্যালারি খাঁ-খাঁ করছে, শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান যখন ম্যাচের ইতি টানলেন, তখনও মাঠে হাজার পাঁচেকের বেশি দর্শক নেই।