ফ্রেঞ্চ ভাষা: কেন শিখবেন, কীভাবে শিখবেন
ইংরেজি ভাষা শিখে সামাজিক মর্যাদা বৃদ্ধি কিংবা ক্যারিয়ারের উন্নতির আগের সেই দিনটি আর নেই এখন। ইংরেজি এখন হয়ে গিয়েছে একজন সচেতন মানুষের জন্য অক্সিজেনের মতোই অপরিহার্য। এটি ছাড়া দেশের বাইরে তো নয়ই, দেশের ভেতরেও সুযোগ একেবারে শূন্যের কোঠায় বলা চলে। এমতাবস্থায় ইংরেজি ভাষার জ্ঞান তো প্রয়োজনই, উপরন্ত প্রয়োজন এই বিশ্বায়নের যুগে অন্য কোনো ভাষায় পারদর্শিতা।