দ্য গ্রেট ম্যান: টমাস কার্লাইলের নেতৃত্ব বিষয়ক তত্ত্ব
“Great leaders are born, not made.” অর্থাৎ মহান নেতারা জন্মায়, তৈরি হন না। মূলত এই বহুল প্রচলিত প্রবাদের মাঝেই নিহিত রয়েছে দ্য গ্রেট ম্যান তত্ত্বের সারকথা। সংক্ষেপে বলতে গেলে, এই তত্ত্ব অনুযায়ী কোনো মানুষকে প্রশিক্ষণ দিয়ে বা অন্য কোনোভাবে মহান নেতা হিসেবে তৈরি করা যায় না। মহান নেতারা জন্মগতভাবেই নেতৃত্বের গুণাবলি সঙ্গে করে নিয়ে জন্মান।