প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফলের পরে কিংবা বিশ্ববিদ্যালয়ে উঠার পর অনেককেই বলতে শোনা যায়, “আরে এতো পড়াশোনা করে কি হবে! বিল গেটস তো বেশি শিক্ষিত না, গ্রাজুয়েশনই করেনি”। শুধু বিল গেটস নয়, এর সাথে ফেসবুকের মার্ক জাকারবার্গের কথাও অনেকেই বলে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা না করেই তারা আজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। কিন্তু ধনী ব্যক্তি তো শুধু এই দুইজনই নয়, আরো রয়েছেন। তারাও কি গেটস বা জাকারবার্গের মতো মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে বড়লোক হয়েছেন? গেটস আর জাকারবার্গের শিক্ষা জীবনের রেকর্ডই বা কেমন ছিল? চলুন, দেখে নেয়া যাক, বিল গেটস, জাকারবার্গসহ অন্যান্য বিলিনিয়দের ছাত্রজীবনের কথা।