“আই অ্যাম দ্যা কিং অফ দ্য ওয়ার্ল্ড!”
টাইটানিক জাহাজের একেবারে কিনারে দাঁড়িয়ে এই কথাগুলো চিৎকার করে যিনি বলেন, তার নাম লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘টাইটানিক’ চলচ্চিত্রের সংলাপ হলেও, বাস্তবে এর একই রকম প্রতিফলন দেখতে পাওয়া যায় হলিউডের আলোড়ন জাগানো এই অভিনেতার জীবনে। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পদার্পণ ডিক্যাপ্রিওর।
কিন্তু তখনও কি তিনি ভাবতে পেরেছিলেন, কত গভীর সব গল্পের সিনেমা অপেক্ষা করছে তার জন্য? ‘হোয়াট’স ইটিং গিলবার্ট গ্রেইপ’ সিনেমার মধ্য দিয়ে তার জীবনের মোড় ঘুরে যায়, আর পেছন ফিরে তাকাননি ডিক্যাপ্রিও। সব্যসাচী এই অভিনেতা একের পর এক অসাধারণ আর ভিন্নতায় ভরা সব সিনেমা উপহার দিতে থাকেন, যার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হল: টাইটানিক, ক্যাচ মি ইফ ইউ ক্যান, দ্যা ডিপার্টেড, শাটার আইল্যান্ড, ইনসেপশন, দ্যা উলফ অফ ওয়াল স্ট্রিট, জ্যাঙ্গো আনচেইন্ড ইত্যাদি। মজার ব্যাপার, এর মাঝে একটিও তাকে এনে দিতে পারেনি অস্কার পুরস্কার। ২০১৫ সালে ‘দ্যা রেভেন্যান্ট’ সিনেমাতে অভিনয়ের জন্য অবশেষে তার ঘরে আসে বহু আকাঙ্ক্ষিত এই অস্কার।