বছর ঘুরে মুসলিম বিশ্বে ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে আবার এসেছে মাহে রমজান। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের রমজান এসেছে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিস্থিতিতে। বিশ্বজুড়ে এখন করোনা মহামারী। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ মৃত্যুবরণ করছে। এমন পরিস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগীতেও অনেক প্রভাব ফেলছে। লকডাউনের ফলে মসজিদসমূহ বন্ধ রয়েছে। এমনকি আত্মীয়-স্বজনের সাথে সবাই মিলে ইফতারের আনন্দ ভাগাভাগি করাও সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় কেমন যাচ্ছে মুসলিম বিশ্ব তারই কিছু চিত্র দেখবো আজকের ফটো আর্টিকেলে।