পৃথিবীর প্রত্যেক দেশেই সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক নিজস্ব প্রাচীন লোকগাথা বিদ্যমান। এর মধ্যে বেশিরভাগই গড়ে উঠেছে ভূত-প্রেত, অশরীরী, আত্মা, ও পৈশাচিক শক্তিকে কেন্দ্র করে। ‘লা ইয়োরোনা’ তেমনই এক প্রাচীন মেক্সিকান বিখ্যাত মৌখিক কিংবদন্তি, যেটাতে ক্রন্দিত এক অশরীরী নারী আত্মার কথা বর্ণনা করা হয়েছে। মেক্সিকোর অনেক শিশু বেড়ে উঠে লা ইয়োরোনার ভয় সাথে নিয়ে। উপকথায় এমন একজন মহিলার কথা বলা হয়েছে, যিনি তার দুই ছেলের আত্মা না পাওয়া পর্যন্ত স্বর্গে প্রবেশ করতে অস্বীকার করেছিলেন। আধিভৌতিক কাহিনি জানতে পছন্দ করেন বা ভূত-গল্প প্রেমীদের মাঝে ‘লা ইয়োরোনা’ বিশেষভাবে জনপ্রিয়। মৌখিক এই কিংবদন্তির উৎপত্তি কোথা থেকে, তা জানতে হলে ফিরে যেতে হবে একদম অতীতে। শুরু করতে হবে একদম প্রথম থেকে, যেখানে এমন ভয়াল চরিত্র ও গল্পের জন্ম।