Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

প্রাগৈতিহাসিক মিশরের সমাধি ব্যবস্থা

মিশরের প্রথম পিরামিড (ফারাও জোসেরের ধাপ পিরামিড) থেকে শুরু করে গিজার জটিল নকশার পিরামিড, হুট করেই দুর্বোধ্য অবয়বে রূপান্তরিত হয়ে যায়নি। এর জন্য পাড়ি দিতে হয়েছে বহু ধাপ। মিশরের প্রাগৈতিহাসিক কালের সমাধি এবং প্রাক-প্রারম্ভিক রাজবংশের সমাধির মাঝে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন বুঝতে হলে প্রথমেই আলোচনা করতে হবে প্রাগৈতিহাসিক মিশরের সমাধি ব্যবস্থা নিয়ে।

article

জলবায়ু পরিবর্তন: টিকে থাকার লড়াইয়ে প্রাণীরা শারীরিক গঠন পরিবর্তন করছে?

জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। তাপমাত্রার উর্ধ্বগতি দেশে দেশে মানুষ ও অন্যান্য প্রাণীদের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় তারা নতুন জীবন ব্যবস্থায় অভ্যস্ত হতে শিখছে। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের শারীরিক গঠনই পরিবর্তন করে ফেলার মতো নতুন করে একটি তথ্য এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বলা হচ্ছে, প্রাণী প্রজাতি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের কান, লেজ, ঠোঁট এবং অন্যান্য উপাঙ্গের আকার পরিবর্তন করছে।

article

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন: বার্সার রক্ষণে নতুন সংযোজন

চেলসি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিলেন ডেনমার্কের সেন্টারব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। বার্সায় তাঁর আলো ছড়ানোর সম্ভাব্যতা নিয়েই আজকের আলোচনা।

article

শ্যাম বেনেগাল: চলচ্চিত্রের দুটি যুগ, সত্যজিৎ-পূর্ববর্তী আর সত্যজিৎ-পরবর্তী

অসম্ভব গুণী এই পরিচালক অবশ্য নিজের সফল চলচ্চিত্র-নির্মাতা হয়ে ওঠার পেছনে কৃতিত্ব দেন সত্যজিৎ রায়কে। তার মতে, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসকে দ্বিখণ্ডিত করা যেতে পারে সত্যজিৎ রায়ের আগে-পরের হিসেবে। ২০২১ সালের নভেম্বরে ভারতীয় ম্যাগাজিন ফ্রন্টলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন শুধুই সত্যজিৎ রায়কে নিয়ে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জিয়া উস সালাম।

article

মৃণাল সেন: বুঝতে চেয়েছি নিজের সময়কে

১৯৭০’র দশকের প্রথমার্ধ্বে মৃণাল সেন যখন নিউ ইয়র্কে যান, তার একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার নেন চলচ্চিত্র বিষয়ক বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘সিনিয়াস্ত’-এর প্রতিষ্ঠাতা গ্যারি ক্রাউডাস। সেখানে মৃণাল সেনের চলচ্চিত্রকার হয়ে ওঠার নেপথ্যের কাহিনি যেমন উঠে এসেছে, তেমনই ঠাঁই পেয়েছে তৎকালীন ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে নিজের চিন্তাভাবনা।

article

নারী-পুরুষের ম্যাচ ফি’র সমতায়ন কেন জরুরি?

ক্রিকেটবিশ্বে প্রথমবারের মতো পুরুষ এবং প্রমীলা দুই দলের জন্যই একই অঙ্কের ম্যাচ ফি’র ব্যবস্থা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। কিন্তু, আদতেই কি দরকার ছিল এই সাম্যতা আনয়নের?

article

আরবি ভাষার জন্ম ও ক্রমবিকাশ

আরবি নামটি শুনলে প্রথমেই আমাদের মনে আসে এটি পবিত্র কুরআনের ভাষা, যা ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত। সারা বিশ্বের মুসলমানরা তাদের প্রার্থনায় প্রতিদিন আরবি ভাষায় কুরআনের কিছু অংশ পাঠ করে থাকেন। এটি বলার অপেক্ষা রাখে না যে আরবি ভাষা মুসলমানদের কাছে একটি অতি পবিত্র ভাষা হিসেবে গণ্য। মুসলমানদের বিশ্বাস মতে কুরআনের ভাষা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার ভাষা, যার কারণে এই ভাষার একটি ঐশ্বরিক মর্যাদা রয়েছে।

article

“সবসময় বিশ্বাস করেছি আমার পক্ষে ফেরা সম্ভব”

সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন ক্রিকইনফোর তৎকালীন সহযোগী সম্পাদক আনন্দ বসুকে, যিনি সৌরভের বিরুদ্ধে সমানে লেখালেখি করেছেন, টিভিতে কথা বলেছেন। শেষ দেখে ফেলেছেন এই বঙ্গসন্তানের ক্যারিয়ারেরও। কিন্তু স্মরণীয় মাইলফলক স্পর্শের আগে সৌরভ সেই আনন্দেরই মুখোমুখি হয়েছেন মন খুলে কথা বলতে।

article

লোডশেডিংটা কাটিয়ে দিন চমৎকার কিছু উপায়ে!

মনে আছে আলমারির কোন ড্রয়ারে রেখে দেওয়া পুরনো কোনো ফটো অ্যালবামের কথা? আজকাল হয়তো কেউ আর চিঠি পাঠায় না। কিন্তু আপনার ছোটবেলার বন্ধুদের কাছ থেকে পাওয়া চিঠিগুলো, দাদা-দাদী, নানা-নানীর কাছ থেকে পাওয়া চিঠি, ফ্রেন্ডশিপ ব্যান্ড, ঈদ কার্ড- এগুলো পুরনো ঝাঁপি থেকে খুলে লোডশেডিং-এর এই সময়টাতে পুরনো সময় কিন্তু রোমন্থন করতেই পারেন।

article

মহেন্দ্র সিং ধোনি: ‘লার্জার-দ্যান-লাইফ’

সেদিনের ‘মাহী’ এখন আর রাঁচিতে ইচ্ছেমতো ঘুরতে পারেন না। যদি ঘুরতেই হয়, মাথায় একটা হেলমেট চাপিয়ে কাঁধে ঝুলানো একটা ব্যাগে লাইসেন্সড গান নিয়ে নিজের পরিচয় গোপন রেখে ঘুরতে হয়।

article

আর্থার ফ্যাগ: ক্রিকেট ইতিহাসের অনন্য চরিত্র

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটির আগমন ঘটে ১৯৩৮ সালের ১৫ জুলাই, যখন ২৩ বছর বয়সী আর্থার ফ্যাগ প্রথম-শ্রেণির ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচেই টানা দুটি দ্বিশতক হাঁকিয়ে বসেন। ঠিক কতটা অনন্য ও অসাধারণ ছিল ফ্যাগের অর্জন? ব্যাপারটি বুঝতে শুধু একটি তথ্যই যথেষ্ট : ফ্যাগের বিশ্বরেকর্ডের পর দীর্ঘ ৮০ বছর প্রথম-শ্রেণির ক্রিকেটে আর কেউ করতে পারেনি এমন কীর্তির পুনরাবৃত্তি।

article

হ্যানা-বি: তাকেশী কিটানোর মাস্টারপিস

সহকর্মীদের নৃশংস মৃত্যুর স্মৃতি পীড়া দেয় নিশীকে। সাথে যুক্ত হয় শীঘ্রই প্রিয়তমাকে হারানোর অনুতাপ। সে ঠিক করে জীবনের কিছু ভুলকে শোধরাতে হবে৷

article

End of Articles

No More Articles to Load