হাইতিতে ময়েস বিরোধীরা তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল ঠিকই তবে তাকে হত্যা করতে চেয়েছিল কিনা সে বিষয়ে যৌক্তিক কোনো প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে তিনি যখন হুমকি পেয়েছেন বলে দাবি করেন তখন আন্তর্জাতিক মহলে তার বক্তব্যকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা হয়েছিল। কিন্তু শেষমেশ ঠিকই প্রাণ দিয়েছেন প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। তাকে হত্যার মধ্যদিয়ে দেশটির সার্বিক পরিস্থিতি আরো সংকটময় করে তুলেছে সন্ত্রাসীরা। যদিও ময়েসের বিরুদ্ধে পাওয়া অব্যবস্থাপনা, অনিয়ম, অপশাসন, দুর্নীতির সকল অভিযোগ মিথ্যা নয়। আর তাই ময়েসের রাজনৈতিক উত্থান, নির্বাচনে জয় পাওয়া কিংবা ক্ষমতায় থাকাকালীন সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনার সময় এসেছে।