আমলাতন্ত্রের সর্বোচ্চ উৎকর্ষ সাধিত হয় ব্রিটিশ আমলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা প্রদেশ দখল করার পরে দ্বৈত শাসন প্রবর্তন করলে তখনও রবার্ট ক্লাইভ পুরোনো ধাঁচের আমলাতন্ত্রের সাহায্যেই শাসনকার্য পরিচালনা করতেন। কিন্তু ওয়ারেন হেস্টিংস এসেই আমলাতন্ত্রকে ঢেলে সাজানো শুরু করেন। তিনি কোম্পানি ও স্থানীয় প্রশাসনের মেলবন্ধনে একটি নতুন আমলাতন্ত্রের প্রবর্তন করেন যেখানে শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষণ করা হয় উচ্চতর পদগুলো। নিচের পদগুলোতে স্থানীয়দের নিয়োগ দেওয়া হত।
আমলাতন্ত্র নিয়ে লেখার এ কিস্তিতে প্রাচীন বিভিন্ন সভ্যতায় আমলাতন্ত্রের উদ্ভব এবং কালান্তরের আমলাতন্ত্রের বিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশদের ভারতে আমলাতন্ত্রের পত্তনের ইতিহাস দিয়ে শেষ করা হয়েছে।