Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের আদ্যোপান্ত (পর্ব – ৪)

সহকারী সচিব → সিনিয়র সহকারী সচিব → উপসচিব → যুগ্মসচিব → অতিরিক্ত সচিব → সচিব/সিনিয়র সচিব
আমলাতন্ত্র নিয়ে লেখা চতুর্থ লেখাটিতে মাঠ পর্যায়ের ও কেন্দ্রীয় পর্যায়ের আমলাদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

article

ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের আদ্যোপান্ত (পর্ব – ৩)

তৃতীয় কিস্তিতে আইসিএস এর ভারতীয়করণ, আইসিএস থেকে সিএসপি এবং সিএসপি থেকে বিসিএসের বিবর্তনের ইতিহাস, আইসিএস, সিএসপি এবং বিসিএস প্রশাসন ক্যাডারদের ব্যাপারে করা কিছু ঐতিহাসিক মন্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে।

article

ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের আদ্যোপান্ত (পর্ব – ২)

আমলাতন্ত্রের সর্বোচ্চ উৎকর্ষ সাধিত হয় ব্রিটিশ আমলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা প্রদেশ দখল করার পরে দ্বৈত শাসন প্রবর্তন করলে তখনও রবার্ট ক্লাইভ পুরোনো ধাঁচের আমলাতন্ত্রের সাহায্যেই শাসনকার্য পরিচালনা করতেন। কিন্তু ওয়ারেন হেস্টিংস এসেই আমলাতন্ত্রকে ঢেলে সাজানো শুরু করেন। তিনি কোম্পানি ও স্থানীয় প্রশাসনের মেলবন্ধনে একটি নতুন আমলাতন্ত্রের প্রবর্তন করেন যেখানে শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষণ করা হয় উচ্চতর পদগুলো। নিচের পদগুলোতে স্থানীয়দের নিয়োগ দেওয়া হত।

আমলাতন্ত্র নিয়ে লেখার এ কিস্তিতে প্রাচীন বিভিন্ন সভ্যতায় আমলাতন্ত্রের উদ্ভব এবং কালান্তরের আমলাতন্ত্রের বিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশদের ভারতে আমলাতন্ত্রের পত্তনের ইতিহাস দিয়ে শেষ করা হয়েছে।

article

ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের আদ্যোপান্ত (পর্ব – ১)

আমলাতন্ত্র নিয়ে লেখা সিরিজের এটি প্রথম কিস্তি। এখানে মূলত আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি শব্দের উৎপত্তি, আমলাতন্ত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে।

article

সোভিয়েত ইউনিয়নের পতন ও স্নায়ুযুদ্ধের সমাপ্তি: আধুনিক গণতন্ত্রের একাদশতম ঢেউ

পাঁচ দশকের এ লড়াই সমাপ্ত হইয় নব্বই দশকের শুরুতে, ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। রাশিয়াসহ অন্যান্য কমিউনিস্ট দেশগুলো ধীরে ধীরে শাসনতান্ত্রিক বিবর্তনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে, গ্রহণ করে বাজার অর্থনীতিকে।

article

স্নায়ুযুদ্ধকালীন গণতন্ত্রায়ন: আধুনিক গণতন্ত্রের দশম ঢেউ

সত্তরের দশক থেকে সোভিয়েত ইউনিয়ন পতনের পূর্ববর্তী সময়ে অনেকগুলো ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে, গণতান্ত্রিক কাঠামোতে তৈরি হয়েছে অনেকগুলো দেশে। অনেকগুলো দেশে এসেছে শাসনতান্ত্রিক পরিবর্তন, পরিবর্তন হয়েছে শাসকগোষ্ঠী।

article

আফ্রিকা মহাদেশের বিউপনিবেশায়ন: আধুনিক গণতন্ত্রের নবম ঢেউ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতীয়তাবাদের উত্থান ঘটে আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে, এ পর্যায়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করলেও এক দশকের মধ্যেই স্বাধীনতা অর্জন করে আফ্রিকা মহাদেশের প্রায় চল্লিশটি দেশ।

article

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিবর্তন: আধুনিক গণতন্ত্রের অষ্টম ঢেউ

প্রভাবশালী রাষ্ট্র কর্তৃক দুর্বল রাষ্ট্রকে ভক্ষণ করার যে মানসিকতা ফ্যাসিবাদী শাসকরা ধারণ করেন, তার কারণেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্থায়ীভাবে বদলে যায় আন্তর্জাতিক রাজনীতি ও রাজনৈতিক মূল্যবোধ।

article

প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিবর্তন: আধুনিক গণতন্ত্রের সপ্তম ঢেউ

প্রায় পাঁচ বছর স্থায়ী হওয়া এই বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিহত হন কয়েক কোটি মানুষ, ভেঙে পড়ে ইউরোপের অর্থনীতি, স্থায়ীভাবে ইউরোপের রাজনীতির সাথে সাথে বদলে যায় বৈশ্বিক রাজনীতিও।

article

দ্বিতীয় সাংবিধানিক শাসনতন্ত্রের আন্দোলন: আধুনিক গণতন্ত্রের ষষ্ঠ ঢেউ

নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রের দিকে যাত্রা করে ইরান, রাশিয়া, রাজতন্ত্র বিলুপ্ত হয় চীনে।

article

তুরস্কে আতাতুর্কের সংস্কারসমূহ

সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক বাঁধা অতিক্রম করে গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি ১৯২৪ সালের ৩ মার্চ অটোমান সাম্রাজ্যের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে পদচ্যুত করে খিলাফতের অবসান ঘটায় । সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ বিতাড়িত হলে ৬৩২ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত দীর্ঘ তেরোশো বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খিলাফতের অবসান ঘটে।

article

End of Articles

No More Articles to Load