একবিংশ শতাব্দীতে আমরা যে উদার গণতন্ত্রের ধারণা, জবাবদিহিতা আর ব্যাক্তিস্বাধীনতার আলোচনা করি, আধুনিক যুগে তার বিবর্তন শুরু হয়েছিল আটলান্টিক রেভল্যুশনের মাধ্যমে। ১৭৬৩ সালে শুরু হওয়া এ পর্ব সমাপ্ত হয় ১৭৯৮ সালে এসে। সিকি শতাব্দীরও বেশি সময় ধরে এই বিপ্লব চলমান থাকলেও, প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের অনেককিছুই এ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়নি। সেই ধারণাগুলো কীভাবে কাঠামোগত রূপ ধারণ করেছে, তার আলোচনা থাকবে পরবর্তী পর্বগুলোতে। তবুও, শাসনব্যবস্থার যে আদর্শিক পরিবর্তন, তার শুরুর জন্য আধুনিক গণতন্ত্রের আলোচনায় গুরুত্ব থাকবে এই রেভ্যলুশনের।