পৃথিবীব্যাপী মহামারীর এই সময়ে করোনাভাইরাস নিয়ে মানুষের জল্পনা-কল্পনার যেনো শেষ নেই। অনেকেই আতঙ্কের সাথে বলতে চাইছেন, মিউটেশন ঘটছে COVID-19 করোনাভাইরাসের। তাহলে এই মিউটেশন কি নতুন কোনো শঙ্কার জন্ম দিচ্ছে? অন্যদিকে, করোনাভাইরাসের আক্রমণে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ-প্রতিরোধ ব্যবস্থা কিন্তু চুপ করে বসে থাকে না, পাঠায় তার সৈন্য-সামন্ত। কখনো জয়ী হয় আমাদের ইমিউন সিস্টেম, আমরা সুস্থ হয়ে উঠি। আবার কখনো অচেনা এই আগন্তুকের কাছে হেরে যাই আমরা, একেবারে শেষ পর্যায়ে বরণ করে নেই মৃত্যুকে।